মোহাম্মদ আমিনুল হক বুলবুল
নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা আড়তে
দেখা যায় ১০ কেজি ৩শ গ্রাম ওজনের আইড় মাছ।
শুক্রবার ৫ জানুয়ারি সকালে মাছটি আড়তে এসেছে এমন খবরে তা দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়। বিক্রি করার জন্য ডাকে ওঠে মাছটি।
এ সময় উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকার আফতাব উদ্দিন দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা আব্দুছ ছাত্তার মাছটি ১৩শ টাকা কেজি দরে কিনে নেন। এতে বিক্রেতাকে দিতে হয়েছে প্রায় ১৩ হাজার টাকার ওপরে।
জানা গেছে, তাড়াইলের হাওর থেকে মাছটি ধরা পড়ার পর আড়তে আনা হয়। ‘তল্লা আইড়’ নামে এই আইড় মাছটি। এর বৈজ্ঞানিক নাম Sperata aor। আর ইংরেজি নাম long-whiskered catfish। এটা স্বাধু পানির মাছ। মাছটির গড় দৈর্ঘ্য ১১০ সেন্টিমিটার। এই মাছগুলো এক সময় নদী-নালা, খাল-বিল, প্রাকৃতিক হাওর ও জলাভূমিসহ পুকুর-ডোবাতেও পাওয়া যেতো।
মাছ ক্রেতা মাওলানা আব্দুছ ছাত্তার বলেন,অনেকদিন ধরে আইড় মাছ খুঁজছিলাম। আজ পেয়ে গেছি তাই কিনে নিলাম।
নান্দাইল সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন,নদ-নদী ও খাল বিলে নতুন পানি আসার সময় জাল দিয়ে অবাধে মা মাছ ও পোনা মাছ ধরার কারণে আইড় মাছসহ দেশি প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে।