সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোরে পুলিশি নিরাপত্তায় করোনা ভাইরাসের (টিকা) ভ্যাকসিন তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোঁছেছে।
শুক্রবার সকালে তানোর থানা পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে ১৩২৭টি করোনা ভাইরাস প্রতিরোধোক ভ্যাকসিন (টিকা) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোঁছে দেয়া হয।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধোক ভ্যাকসিন (টিকা) রাজশাহী থেকে পুলিশি কঠোর নিরাপত্তার মাধ্যমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ১ম ধাপে তানোর উপজেলার জন্য ১হাজার ৩শ’ ২৭টি করোনা ভ্যাকসিন (টিকা) বরাদ্ধ দেয়া হয়।