ডেস্ক নিউজ : বাঁশখালীতে জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে হাতির আক্রমণে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় ওই বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার পুকুরিয়া পূর্ব বৈলগাঁও নতুনপাড়ায় বেলগাঁও চা-বাগান সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার আনোয়ারা বেগম (৫৫) ওই এলাকার মো. ইসহাকের স্ত্রী।
এই ঘটনায় আহত হয়েছেন আবুল কাশেম, লোকমান, আবু সালেহ। এর মধ্যে গুরুতর আহত আবুল কাশেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতারে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক।
তিনি বলেন, জঙ্গলে পাতা কুড়াতে গেলে হাতির হাতির পায়ে পৃষ্ঠ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে এবং এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
আহত আবুল কাশেমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে।