আমিনুল হক বুলবুল
নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি:
“জীবন ও স্বাস্থ্য সু-রক্ষায় নিরাপদ খাদ্য” এ প্রতিপাদ্যকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুজিব শতবর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ময়মনসিংহের নান্দাইলে ম্যারাথন রোড শো উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে বেলা ১২ টায় ম্যারাথন রোড শো উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা।
এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ট্রেনিং অফিসার খান আতাউর রহমান।
এসময় উপজেলার সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।