ডেস্ক নিউজ: সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটের গুপ্তছড়া অংশে নবনির্মিত দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান আরসিসি জেটির উদ্বোধন হবে শুক্রবার (২৯ জানুয়ারি)। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই জেটির উদ্বোধন করবেন। এ উপলক্ষে এদিন বিকাল ৩টায় গুপ্তছড়া ফেরিঘাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সন্দ্বীপের সাথে মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ছয়টি ফেরিঘাট দিয়ে সন্দ্বীপ আসা-যাওয়া করতে হয়। অ@বকাঠামো ও অবস্থানগত সুবিধার জন্য সন্দ্বীপবাসীর জন্য অন্যতম প্রধান নৌ-রুট হয়ে উঠেছে গুপ্তছড়া থেকে কুমিরা ফেরিঘাট। নৌ-রুটটির দুই অংশে আগে দুটি আরসিসি জেটি নির্মাণ করা হয়েছে। সন্দ্বীপের অংশের প্রায় এক-তৃতীয়াংশ জেটি ভেঙ্গে নদীতে বিলীন হওয়ায় বর্তমান সরকারের আমলে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান আরসিসি জেটি নামে আরো একটি নতুন জেটি নির্মাণ করা হয়। নতুন এই জেটির মাধ্যমে যাত্রীরা সহজে ও নিরাপদে নৌযানে উঠানামা করতে পারবে।
তবে জেটির কাজ সমাপ্ত করার আগেই ল্যান্ডিং স্টেশনে পলি ভরাট হয়ে চর জেগে উঠায় সেখানে নতুন করে ড্রেজিং করা হয়েছে। পাশাপাশি সন্দ্বীপ চ্যানেল নতুন করে বয়া বাতি স্থাপনের মাধ্যমে রাত্রিকালীন নৌযান চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে ২ এপ্রিল সন্দ্বীপ চ্যানেলে ঘটে যাওয়া নৌ-দুর্ঘটনায় সন্দ্বীপবাসী হারায় ১৮টি তাজা প্রাণ।প্রাণহানির মতো এমন দুর্ঘটনা এড়াতে এই জেটি নির্মাণ প্রকল্প গৃহীত হয়।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান ২০১৮সালে ৪৭ কোটি টাকা বরাদ্দে ৬০০মিটার দৈর্ঘ্যের দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।