ডেস্ক নিউজ: অবশেষে একুশে গ্রন্থমেলার তারিখ ঘোষণা করা হল। আগামী ১৮ মার্চ শুরু হয়ে ১৪ এপ্রিলে শেষ হবে বাঙালীর প্রাণের মেলা।
বাংলা একাডেমির একটি সূত্র বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
করোনা পরিস্থিতির কারণে বইমেলা অনলাইনে হবে কি-না এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ১৮ মার্চ থেকে বইমেলা শুরুর ঘোষণা দেয়া হয়।
এর আগে, ২০২০ সালের ১০ ডিসেম্বর বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।