বাগেরহাটে প্রথম ধাপের টিকার প্রয়োগে প্রস্তুত রয়েছে সরকারী হাসপাতাল

Date:

Share post:


ম.ম.রবি ডাকুয়া
বাগেরহাটঃ

ভারত থে আমদানিকৃত ৫০ লাখ ডোজ করোনা ভাইরাস টিকা সকল ায় বন্টনের প্রথম ধাপে বাগেরহাট জেলা পাবে ৪হাজার ৮শ ভায়ল(শিশি) যা দিয়ে ৪৮ হাজার ডোজ দিকা প্রদান করা হবে।এর সংরক্ষন ও প্রয়োগের জন্যে সকল ধরনের প্রস্তুতি ন্ন করা হয়েছে বলে সিভিল সার্জনের পক্ষ থেকে নিশ্িত করা হয়েছে।
বাগেরহাট সিভিল সার্জন কে এম হুমায়ুন জানান সোমবার (২৫ জানুয়ারী)স্বাস্থ অধিদপ্তর থেকে এক চিঠিতে নিশ্চিত করা হয়েছে যে করোনা টিকার বন্টনের প্রথম ধাপে বাগেরহাট জেলার জন্যে ৪ হাজার ৮শ ডোজ সরবরাহ করা হবে যা স্থানীয় শহর ও উপজেলা গুলোতো সরবরাহ করা হবে।এ টিকা সংরক্ষনের জন্যে জেলার তরফ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।ভারতের সিরাম ইনইষ্টিটিউজ কর্তৃক উৎপাদিত এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি ্টিগ্রেট তাপমাত্ এল আর ফ্রিজে সংরক্ষন করা সম্ভব।এবং বাগেরহাট স্বাস্থ দপ্তরের সাড়ে সাত লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন।
জেলা সিভিল সার্জন জানান টিকা প্রয়োগ ও প্রদানের জন্যে বাগেরহাট সদর াতালে ৮ টি,সিভিল সার্জনের আওতায়১ টি এবং ৮টি উপজেলায় ২টি করে ও ৭৫টি ইউনিয়নে একটি করে ১শ ২টি টিমকে প্রস্তুত রাখা হয়েছে।এ টিমে অভিজ্ঞ ২ জন স্বাস্থ্যকর্মির সমন্বয় আরো ৪জন সেচ্ছাসেবক থাকবেন।এছাড়া টিকা প্রয়োগ পরবর্তী কোন অনাকাঙ্খিত ঘটনার অবতারনা হলে তা মোকাবেলায় বা স্বাস্থ্যগত অবনতির মোকাবেলায় ও সামাধানের জন্যে ৭ সদস্যের এ্যাডভান্স ইভেন্টস ফলোয়িং উমুইনাইজেশন ম্যানেজমেন্ট (এইএফআই)টিম রাখা হবে।এসব টিম কে পশিক্ষন প্রদান করা হবে।এবং প্রথম ধাপের এ টিকা সরকারী হাসপাতালে প্রয়োগ করা হবে সরকারী নির্দেশে বলে জানান সিভিল সার্জন ।
জেলা সিভিল সার্জনের দপ্তর থেকে জানানো হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের এ টিকার প্রয়োগ হবে যাদের উপর অগ্রাধিকার ভিত্তিতে তারা হলেন সরকারী-বেসরকারী স্বাস্থ্যকর্মী,মুক্তিযোদ্ধা,জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ,গনমাধ্যমকর্মী,নির্বাচিত জনপ্রতিনিধি,পুলিশ সদস্য,পয়নিস্কাশনকর্মী,সহ নানা পেশা বিরা।বাগেরহাট জেলার আওতায় এ ধরনের িবর্গের তালিকা প্রস্তুত করা হচ্ছে।এবং এধরনের নাগরীকের সংখ্যা প্রায় ১৫ হাজার ।আগেই স্বস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ছক মত তথ্য সম্বলিত তালিকা প্রস্তুত করা হচ্ছে।আজ কালের মধ্যে তা প্ররণ করা হবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...