নায়করাজের ৮০তম জন্মদিন

Date:

Share post:

ডেস্ক নিউজ: আজ নায়করাজ রাজ্জাকের ৮০তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তিনি। পুরো নাম আব্ রাজ্জাক। ১৯৬৪ সালে ওপার বাংলা য় হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হলে পরিবারসহ ঢাকা চলে আসেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা রাজ্জাক।

আজ (২৩ জানুয়ারি) নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে ভক্ত-অনুরাগী ও চলচ্চিত্রাঙ্গনসহ শোবিজের নানা অঙ্গনের নুষ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন তাকে।

ব্যক্তি জীবনে নায়করাজ রাজ্জাক ১৯৬২ সালে খায়রুন নেসার (লক্ষ্মী) সঙ্গে বিবাহবন্ে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করেন। এ দম্পতির রা হলেন রেজাউল করিম (বাপ্পারাজ), খালিদ হোসেইন (সম্রাট), নাসরিন পাশা শম্পা, রওশন হোসেন বাপ্পি, আফরিন আলম ময়না। এরমধ্যে বাপ্পারাজ ও সম্রাট চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।

পশ্চিমবঙ্গে থিয়েটারে অভিনয় করার মাধ্যমে যাত্রা শুরু করেন রাজ্জাক। ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়ে চলচ্চিত্রের ওপর পড়াশোনা ও ডিপ্লোমা ডিগ্রি গ্রহণ করেন তিনি। পরে কলকাতায় ফিরে শিলালিপি ও আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেন। কিছুদিন পর দাঙ্গা শুর হলে ঢাকায় চলে আসেন। ষাটের দশকে চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিনের ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় রাজ্জাকের।
পরবর্তীতে জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের মাধ্যমে মূল চরিত্রে যাত্রা শুরু করেন। এই চলচ্চিত্রে তার বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন কোহিনূর আক্তার সুচন্দা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ষাট দশকের শেষ থেকে আশি দশক পর্যন্ত এই সময়ে অনেক জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছেন। তিন শতাধিক বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেছেন। চলচ্চিত্রকে ভালোবেসে গড়ে তুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান রাক্ষ্মী প্রোডাকশন। ১৯৭৭ সালে ‘অনন্ত প্রেম’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নিজেকে পরিচালক হিসেবে করেন। ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।

কিংবদন্তী এ অভিনেতা পাঁচবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার করেছেন। এছাড়াও শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে স্বাধীনতা পদক পুরস্কারে ভূষিত হন তিনি। সর্বশেষ ২০১৪ সালে ‘কার্তুজ’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল তাকে। এরপর জীবনের দীর্ঘ পাড়ি দিয়ে ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান এই গুণী অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাহসান খান

বিনোদন সময় ডেস্ক  নতুন বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে...

আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না,ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোন জায়গায় বন্দি হওয়ার জন্য...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

সময় ডেস্ক  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। হাইওয়ে পুলিশ জানায়,...

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার ১২ টাকা বৃদ্ধির ফলে বছরজুড়ে স্থানীয় মুদ্রা টাকার মূল্য কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ

সময় ডেস্ক  বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার ১২ টাকা বৃদ্ধির ফলে বছরজুড়ে স্থানীয় মুদ্রা টাকার মূল্য...