ডেস্ক নিউজ: আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন। এ আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে নগর ভবনকে দুর্নীতি মুক্ত করে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিলেন মেয়রপ্রার্থী আলহাজ্ব জান্নাতুল ইসলাম।
বুধবার (২০ জানুয়ারী) নিজের প্রতীক হাতপাকা মার্কার প্রচারণায় সময় এসব কথা বলেন।
মেয়রপ্রার্থী জান্নাতুল বলেন, আমি নিজেও দুর্নীতি করবো না, কাউকে করতেও দিবো না। বাজেটের শতভাগ টাকা উন্নয়নের কাজেই ব্যবহার করবো। আমি বিশ্বাস করি বাজেটের শতভাগ টাকা দিয়ে উন্নয়নের কাজ করলে বর্তমান সময়ের চেয়েও দ্বিগুণ উন্নয়ন করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল কাসেম মাতব্বর, আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আবু সুফিয়ান মোহাম্মদ নাজিম উদ্দীন, ইসলামী আন্দোলন বায়েজিদ থানার নেতৃবৃন্দ