ডেস্ক নিউজ: কক্সবাজার জেলার সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫। মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকাল ৭টার দিকে লিংক রোড মুহুরি পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর হলো- মো. শাহীন (২০), ওমর ফারুক (২১), ও মো.আব্দুল্লাহ (১৯)।
বিষয়টি গগণমাধ্যমে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মো. শেখ সাদী। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮’শ ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।