ডেস্ক নিউজ: কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫। বুধবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন উখিয়া কেন্দ্রের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিজানুর রহমান (২০) ও কামাল হোসেন (১৯)। তারা দুজনেই উখিয়ার আঞ্জুমান পাড়ার বাসিন্দা।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুরিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।