ডেস্ক নিউজ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় নগরীর ৭ ও ৮ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৩) ব্যানার ও পোস্টার লাগানোর দায়ে দুইজনকে ১২০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১২ জানুয়ারি) ‘সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬’ অনুযায়ী তাদেরকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
এ ছাড়া নগরীর ১৪, ১৫ ও ২১ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৫) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর এবং ১১, ২৫ ও ২৬ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১০) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তবে এসব ওয়ার্ডে ‘সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬’ ভঙ্গের কোন ঘটনা পরিলক্ষিত হয়নি