ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই যাত্রী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জাফর আহমেদ (৩২) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনির আহমদ (৩০)।
বালুখালীর শাহপরীরদ্বীপ হাইওয়ের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে টেকনাফমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুই যাত্রী আহত হন।
তাদের গুরুতর অবস্থায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।