‘গোল্ডেন ফুট’ পুরস্কার জিতলেন রোনালদো

Date:

Share post:

ডেস্ক জ: এবার বছরের অিকাংশ রস্কার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতছাড়া হয়ে গেছে। কিছুদিন আগে তাকে এবং মেসিকে পেছনে ফেলে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতে েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লোন্ডভস্কি।

তবে বছরের শেষদিকে সুখবর পেলেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার। ২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার ঝুলিতে পুরেছেন তিনি।

গত ১ ডিসেম্বরেই এই পুরস্কার জেতা নিশ্চিত হয়েছিল রোনালদোর। তবে পুরস্কারের ট্রফি হাতে পেলেন (২০ ডিসেম্বর) দিনগত রাতে।

সুখবরটি এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী রোনালদো লিখেছেন, ‘গোল্ডেন বুট পুরস্কার জিতে মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনেদে ফুটবলের সর্বকালের সেরাদের অমর হতে পেরে সম্মানিত বোধ করছি।

াকে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ। ‘
‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ক্লাব’ নামের একটি সংগঠন ২৮ বছরের বেশি বয়সী সফল খেলোয়াড়দের এই পুরস্কার প্রদান করে। এই নিয়ে ১৮তম বারের মতো এই পুরস্কার প্রদান করা হলো। আর প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার বগলদাবা করলেন রোনালদো।

ভোটাভুটির নাল পর্বে রোনালদোর প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, সদ্য ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জয়ী রবার্ট লেভান্ডভস্কি, জর্জিও চিয়েল্লিনি, মার, সার্জিও রামোস, সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকে, মোহামেদ সালাহ এবং আর্তুরো ভিদাল।

রোনালদোর আগে ‘গোল্ডেন ফুট’ পুরস্কার জিতেছেন যারা:

. রবার্তো বাজ্জিও (২০০৩)
. পাভেল নেদভেদ (২০০৪)
. আন্দ্রেই শেভচেঙ্কো (২০০৫)
. রোনালদো নাজারিও (২০০৬)
. আলেসান্দ্রো দেল পিয়েরো (২০০৭)
. রবার্তো কার্লোস (২০০৮)
. রোনালদিনহো (২০০৯)
. ফ্রান্সেসকো টট্টি (২০১০)
. রায়ান গিগস (২০১১)
. জলাতান ইব্রাহিমোভিচ (২০১২)
. দিদিয়ের দ্রগবা (২০১৩)
. আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪)
. স্যামুয়েল ইতো (২০০১৫)
. জিয়নলুইজি বুফন (২০১৬)
. ইকার ক্যাসিয়াস (২০১৭)
. এদিনসন কাভানি (২০১৮)
. লুকা মদ্রিচ (২০১৯)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বাসায় গিয়ে বিএনপি নেতার গলায় ফুলের মালা পরালেন পুলিশ কর্মকর্তা

শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদ বিএনপির এক নেতার বাসায় গিয়ে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, এমন...

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে...

নিবন্ধনের তথ্যে ঘাটতি, প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ ১৪৪ দল

নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে ১৪৪টি নতুন রাজনৈতিক দলই নির্বাচনে কমিশনের (ইসি) মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি। এসব দলকে তাদের আবেদনপত্রে...

উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস

স্থানীয় প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি তুলা উন্নয়ন বোর্ডের একতলা পাকা ভবন দখল করে জামায়াতে ইসলামীর সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয়...