ডেস্ক নিউজ: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের আলোকে ২০২০ সালের বিশ্বের ধনী দেশগুলোর তালিকা করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেইজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
এই তালিকায় প্রথম স্থানে আছে কাতার। ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৩তম। বাংলাদেশের পিপিপি জিডিপি ৫ হাজার ২৮ ডলার।
তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও পাকিস্তান। ভারতের অবস্থান ১২৪তম। দেশটির পিপিপি জিডিপি ৮৩৭৮ ডলার। আর পাকিস্তানের অবস্থান ১৩৮তম।
এছাড়া ৬৬তম মালদ্বীপ, ৯৯তম শ্রীলঙ্কা ১১২তম ভুটান ১২৪তম ভারত, ১৩৪তম মিয়ানমার , ১৩৮তম পাকিস্তান, ১৬২তম নেপাল, ও ১৭৬তম আফগানিস্তান।