ডেস্ক নিউজ: দেশের ৮টি বিভাগীয় শহর থেকে নতুন ব্যান্ড খুঁজছে ব্যান্ডদল চিরকুট। যারা জয়ী হবেন তারা চিরকুটের সাথে কনসার্ট করার সুযোগ পাবে।
এ বিষয়ে চিরকুট’র ফেসবুক পেজে জানানো হয়েছে, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ- সকল বিভাগের নতুন ব্যান্ডদের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনাদের গান (ভিডিওসহ হলে ভালো) আমাদের পাঠাতে পারেন। এখান থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা পাঁচটি ব্যান্ড-পারফর্ম করবে আমাদের সামনের কনসার্টে।
শেষ তারিখ ২৫ নভেম্বর। নিজেদের মৌলিক গান হতে হবে।
দুই একটা কাভার হলেও সমস্যা নেই। গান পাঠানোর ঠিকানা: [email protected]।
ব্যান্ড চিরকুট বর্তমানে ইনডোর কনসার্ট নিয়ে ব্যস্ত। করোনা সংক্রমণের পর তারাই প্রথম ব্যান্ড হিসেবে এতে অংশ নিয়েছে।
২০১০ সালে চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায়। ২০১৩ সালে বাজারে আসে ‘জাদুর শহর’। দুটি অ্যালবামই পেয়েছিল ব্যাপক শ্রোতাপ্রিয়তা। এরপর ৪ বছরের বিরতে নিয়ে ব্যান্ডটি প্রকাশ করেছিল তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’।