কার্লোসকে বিয়ে করতে চেয়েছিল পিয়া বিপাসা।

Date:

Share post:

চলচ্চিত্র বা নাটক িয়ে নজর কাড়তে না পারলেও নিজের ব্যক্তিজীবর নানান গসিপ দিয়ে চলচ্চিত্রপাড়ায় আলোচনা আর সালোচনায় থাকেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। ঢাকার য়াবা ডন কার্লোস গ্রেফতার হওয়ার আবারো আলোচনায় আসেন পিয়া।
জানা যায়, কার্লোসের বিশেষ বান্ধবী ছিলেন তিনি। তবে নতুন এক তথ্য দিলেন কার্লোসের বর্তমান স্ত্রী সাবিনা রিমা। তিনি জানান, কার্লোসকে নানান সময় কারণে অকারণে ফোন করতেন পিয়া বিপাশা। এবং সাবিনার সংসারের অশান্তির কারণ ছিলেন তিনি। এখানেই শেষ নয়, কার্লোসের কাছে দামি গাড়িও গিফট চেয়েছিলেন এই মডেল। ব্যাংককে একসঙ্গে ঘুরতে যাওয়া ছাড়াও কার্লোসকে বিয়ে করতে চেয়েছিলেন পিয়া।
এ বিষয়ে পিয়া বিপাশার বক্তব্য জানতে তাকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বুলবুল পরিলিত ‘রাজনীতি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পিয়া। তখন তিনি দারুণ আলোচনায় চলে আসেন। কিছুদিন পরে ছবি থেকে বাদ পড়েন পিয়া। প্রথমে তিনি বাদ পড়ার কারণ সম্পর্কে তেমন কিছু বলেননি। পরে য়ক শাকিব খানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগও করেছিলেন পিয়া। কিং খানের প্রস্তাবে রাজি হননি বলেই পিয়াকে বাদ দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পিয়া পর্তী সময়ে আলোচিত হন অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ ছবিতে যুক্ত হয়ে। এতে তার নায়িকা হওয়ার কথা ছিল রিয়াজের বিপরীতে। এ ছবি থেকেও পরে বাদ পড়েন বিপাশা। বাদ পড়ার কারণ সম্পর্কে এবার আর মুখ খোলেননি তিনি। ‘অস্তিত্ব’ ছবির প্রযোজক ছিলেন কার্লোস। পিয়া বিপাশা ‘রুদ্র’ ছবির মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন। এরপর রকিবুল আলম রকিবের ‘মনের রাজা’ ছবিতে কাজ করেন। নিরঞ্জন বিশ্বাসের ‘জানেমান’ নামে একটি ছবির কাজ শুরু করেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে ইউনিলিভার বাংলাের একটি পণ্যের শুভেচ্ছাদূত হয়েছিলেন মডেল অভিনেত্রী পিয়া বিপাশা। এরপর মোবাইল পণ্যেরও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন। একাধিক ফ্যাশন ম্যাগাজিন, বিলবোর্ড, টিভিসি ও নাটকে নিয়মিত টানা কাজ করছেন। সংগীতশিল্পী হাবিবের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে দেখা গেছে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...