সৎ মেয়েকে ধর্ষনের কথা স্বীকার।

Date:

Share post:

গ্রেফতারের পর সৎ মেয়েকে ধর্ষণের কা স্বীকার করেছে আরমান হোসেন সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান সৎ মেয়েকে বিয়েরও দাবি করে। তবে যৌন নির্যাতনের শিকার মেয়েটি এই দাবিকে ্যা বলে জানিয়েছেন। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপপুলিশ কমিশনার (সাইবার ক্রাইম) নাজমুল লাম সময় নিউজকে এ তথ্য জানান। ‍

বৃহ্স্পতিবার (১৩ জুলাই) সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিট আরমানকে আদালতের মাধ্যমে দু’দিনের রিমান্ডে নিয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর রমনা য় ২০ বছর বয়সী ওই তরুণী তার সৎ বাবা আরমানের বিরুদ্ধে মামলা করেন। বুধবার সন্ধ্যায় মগবাজার থেকে আরমানকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিট। আরমান বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের শব্দ প্রকৌশলী হিসেবে কর্মরত ছিল। ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, মামলার পরপরই আরমানকে চাকরিচ্যুত করা হয়েছে।

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘আরমানকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সৎ মেয়েকে ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির নামে ভুয়া আইডি খুলে হয়রানির কথা স্বীকার করেছে। আরও বিস্তারিত জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এই কর্মকর্তা বলেন, ‘আরমান তার সৎ মেয়েকে বিয়ে করারও দাবি করেছে। কিন্তু তাকে কোরআন শরীফের সূরা আন-নিসায় এ সংক্রান্ত বিধিনিষেধের কথা বলা হলে সে চুপ করে ছিল। আমরা তার বিয়ের বিষয়টিও যাচাই করে দেখছি।’

নির্যাতনের শিকার ওই তরুণী মামলার এজাহারে বলেন, ‘২০০৫ সালে তার মায়ের সঙ্গে আরমানের বিয়ে হয়। এর এক বছর পর থেকে তিনি মা ও সৎ বাবার সঙ্গে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি বাসায় থাকতে শুরু করেন। ২০০৮ সালে তার বয়স যখন ১২ বছর, সপ্তম শ্রেণিতে পড়েন তখন আরমান তাকে ধর্ষণ করে। কৌশলে মোবাইল ফোন দিয়ে কিছু ছবিও তোলে রাখে। ওই ঘটনার সময় তরুণীর মা কর্মস্থলে ছিলেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য আরমান ভয়ভীতি দেখায়।’

ওই তরুণী বলেন, ‘আমি বয়সে ছোট থাকায় এবং আসামি আমার মায়ের স্বামী বিধায় ভয়ে বিষয়টি গোপন রাখি। আম্মু অফিসে যাওয়ায় দিনের বেলায় আমি একাই বাসায় থাকি। সেই সুযোগে আসামি (আরমান) মোবাইল ফোনে ধারণ করা আমার নগ্ন ছবি প্রকাশের ভয় দেখিয়ে ও নানা কৌশলে বহুবার ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও এবং ছবি মোবাইল ফোনে ধারণ করে।’

এজাহারে বলা হয়, মোহাম্মদপুর ছেড়ে পরে রমনা থানার দিলু রোড এলাকার দুটি বাসায় বাস করেন তারা। ২০১৫ সাল পর্যন্ত এই দুই বাসায়ও সৎ বাবা নিয়মিত তাকে ধর্ষণ করত। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে একটি হাসপাতালে গিয়ে গর্ভপাত ঘটান ওই তরুণী।

নির্যাতিত এই তরুণীর ভাষ্য, সর্বশেষ গত বছরের ২৬ নভেম্বর খিলগাঁও এলাকার ৫৩৯/সি নম্বর বাসার পঞ্ তলায় থাকা অবস্থায়ও সৎ বাবা তাকে ধর্ষণ করে। পরে সৎ বাবার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে গত বছরের ৫ ডিসেম্বর তিনি খিলগাঁওয়ের ওই বাসা ছেড়ে ইস্কাটনে খালার বাসায় গিয়ে ওঠেন। খালার বাসায় চলে আসার কারণে সৎ বাবা আরমান ক্ষিপ্ত হয়ে তার একটি জিমেইল াউন্ট থেকে তরুণীর এক ুর কাছে আপত্তিকর ভিডিও ও অডিও ক্লিপ পাঠায়। এছাড়া, কল্লোল খান নামে একটি ভুয়া আইডি খুলে আরমান তার ওই বন্ধুর কাছে আপত্তিকর নানারকম বার্তা পাঠায়।

সিটিটিসির একজন কর্মকর্তা বলেন, জিজ্ঞাসবাদে সৎ মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে আরমানের স্বীকারোক্তি শুনে বিস্মিত হয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এজন্য ্দুমাত্র অনুশোচনাও দেখা যায়নি আরমানের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা

গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৭০ জনের লাশ আনা হয়েছে। একই সময়ে ৩৩২ জন আহত ব্যক্তি...

পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নীরব: টেলিগ্রাফ

মার্কিন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমানঘাঁটিসহ...

সন্তান ইস্যুতে তিশাকে চ্যালেঞ্জ ছুড়লেন জাওয়াদ নির্ঝর

অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া এবং বিনোদনপাড়া। এবার তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাংবাদিক জাওয়াদ...

ইসরায়েলের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ: রিপোর্ট

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে 'গাজা উপত্যকায় আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত' কিছু নিষেধাজ্ঞা...