ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে লিঙ্গ কেটে দেয়ার পক্ষে আয়নাবাজি খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী

    0
    124

    দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও ারী র্যাতনের ভয়াবহ ঘটনা। নৃশংসতায় একটি ছাড়িয়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ না কাটতেই েকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিবাদে ে নামছে সাধারণ ষ। দাবি উঠছে আইন পরিবর্তনের।

    চলমান এসব বিষয় নিয়ে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদের একটা বড় অংশ নিশ্চুপ। তবে মুখ খুলতে শুরু করেছেন কেউ কেউ। তাদেরই অন্যতম ‘আয়নাবাজি’ খ্যাত তারকা চঞ্চল চৌধুরী। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে লিঙ্গ কেটে দেয়ার পক্ষে কথা বলেছেন।

    নিজের ফেসবুক পেইজে চঞ্চল লিখেছেন, ‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা। ণ্ড এদের জন্য যথেষ্ট নয়। প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ ীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোনো অধিকার না থাকে। তাহলেই এই বর্বরতা থেমে যাবে।’

    নাটক ও ্চিত্রের তুমুল জনপ্রিয় এই স্পষ্ট জানিয়ে দেন, ‘এমন কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়াকান্না আা শুনতে চাই না। সেই সাথে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক। এর বাইরে কোনো কথা নাই। হোক প্রতিবাদ।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here