যৌবন ধরে রাখতে যে সকল খাবার খেতে হবে’পুষ্টিবিদ ইসরাত জাহান’

Date:

Share post:

তারুণ্য এবং যৌবন ধরে রাখতে অনেকেই অনেক চেষ্টা েন, কে বা সময় থাকতে এর প্রতি নজরও দেন না। কিন্তু মনে মনে সবাই চায় আজীবন অটুট থাকুক যৌবন। কিন্তু চাইলেই কী তা পারা যায়, যায় না। সেজন্য আপনাকে থাকতে সুস্থ, খেতে হবে প্রয়োজনীয় খা। আর তাই জানা প্রয়োজন কোন খাবারের দিকে আপনার নজর দেয়া দরকার। কারণ এমন কিছু খাবার আছে যা য়ম করে খেলে আপনার যৌবন থাকবে অটুট। জেনে নিন সেসব খাবার সম্পর্কেঃ

কলা
পটাশিয়ামের অভাবে ত্বক রুক্ষ হয়, কলা সেই পটাশিয়ামের অভাব পূরণ করে দেয়। আর কলায় রয়েছে ভিটামিন এ, বি ও সি। ভিটামিন বি ও পটাশিয়াম মানবদেহের যৌনরস উৎপাদন বাড়ায়। কলার ব্রোমেলিয়ানও শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয় যা যৌবন ধরে রাখতে সহায়ক।

মিষ্টিকুমড়ার বিচি
মিষ্টিকুমড়ার বিচিতে থাকা প্রচুর সাইটোস্টেরোল পুরুষের দেহে টেসটোস্টেরন হরমোনের ভারসাম্য রক্ষা করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফ্যাটি এসিড পুরুষের শক্তি বাড়ায়। পুরুষের সক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক ‍ভূমিকা পালন করে এই সবজির বিচি।

দই
অনেকের কাছেই দই খুব প্রিয় একটি খাবার। মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে দই। যারা যৌবন ধরে রাখতে চান তাদের জন্য আশার কথা হচ্ছে নিয়মিত দই খান। কারণ দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। বয়সজনিত কারণে হওয়া রোগগুলোও প্রতিরোধ করে দুগ্ধজাত এই খাবার। এছাড়াও দই ত্বককে রাখে রেখা মুক্ত।

সামুদ্রিক মাছ
দীর্ঘ দিন যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন। তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং যৌবন ধরে রাখা যাবে বহুদিন।

ফলমূল
প্রচুর ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে ফল, যা শরীরে পুষ্টি যোগায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করুন।

রঙিন শাকসবজি
রঙিন শাকসবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন যা শরীরের চাহিদা মেটায় এবং শরীরকে সুস্থ থাকতে সহায়তা করে। নিয়মিত রঙিন শাকসবজি খেলে আপনার মনও থাকবে রঙিন, শরীরও থাকবে চাঙ্গা।

রসুন
রসুনের অনেক গুন। রসুনের এলিসিন নামের উপাদান ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস করুন, ধরে রাখুন আপনার যৌবন।

কমলালেবু
ত্বক কুঁচকে যাওয়ার ভাবনা দূর করে দেবে কমলালেবু। ত্বক টানটান রাখতে কমলালেবু সাহায্য করে। কারণ কমলালেবুতে থাকে অনেক ভিটামিন-সি।

অলিভ অয়েল
রান্নায় অলিভ অয়েল হার করলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমে যায় এবং সহজে মেদ জমে না। এছাড়াও প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ত্বকে অলিভ অয়েল ম্যাসাজ করে ঘুমালে ত্বকে বলিরেখা পরে না সহজে।

ডার্ক চকলেট
যারা চকলেট ভালোেন তাদের জন্য ভালো খবর হলো ডার্ক চকলেট বয়স ধরে রাখতে সহায়তা করে। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাই যারা নিয়মিত প্রতিদিন ছোট এক টুকরা ডার্ক চকলেট খান তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারেন।

স্ট্রবেরি
স্ট্রবেরি হোক কিংবা ব্ল্যাকবেরি, সবকটিই আপনার শরীরের জন্য খু ভালো। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। সতেজ ত্বকে তেজী ভাব এনে দেবে স্ট্রবেরি।

আমলা
আয়ুর্বেদ চিকিৎসায় একে পুরুষের শারীরিক সক্ষমতা মন্ত্র বলে গণ্য করা হয়। পুরুষের শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতেও দারুণ সহায়ক।

এসব খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস করতে পারলে আপনার জীবন ও যৌবনকে ধরে রাখার কাজটি অনেক সহজ হয়ে যাবে। তবে ভুলে যাবেন না, পুষ্টিকর এসব খাবারের পাশাপাশি সর্বদা নিজেকে রাখুন হাসি-খুশি, বিষন্নতা কোনোভাবেই ধারে-কাছে ভিড়তে দেবেন না। দেখবেন তারুণ্যের উচ্ছ্বলতায় বয়স হয়ে যাবে শুধু সংখ্যা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা

গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৭০ জনের লাশ আনা হয়েছে। একই সময়ে ৩৩২ জন আহত ব্যক্তি...

পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নীরব: টেলিগ্রাফ

মার্কিন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমানঘাঁটিসহ...

সন্তান ইস্যুতে তিশাকে চ্যালেঞ্জ ছুড়লেন জাওয়াদ নির্ঝর

অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া এবং বিনোদনপাড়া। এবার তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাংবাদিক জাওয়াদ...

ইসরায়েলের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ: রিপোর্ট

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে 'গাজা উপত্যকায় আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত' কিছু নিষেধাজ্ঞা...