করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সানাই

    0
    136

    আলোচি সানাই মাহবুব করোনায় ান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    লাব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে সানাইয়ের। শরীরও বেশ দুর্বল। এই অবস্থায় তিনি চট্টগ্রার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানালেন। সানাই বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই ্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ আগ) ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ।’

    সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সানাই। সানাই বলেন, ‘আমি দোয়া ই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’ সানাই জা, তার শরীরে করোনাভাইরাস শনাক্তের পর ারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here