মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্বীকৃতি’র লোক আঙ্গিকে গাওয়া নতুন মৌলিক গান ‘লাগে কলিজায়’। গানটি আগামী ৫ আগষ্ট সন্ধ্যা ৭টায় জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
শিল্পী স্বীকৃতি বলেন, গানের কথা লিখেছেন শাহ্ মিলাদুর আবেদ এবং সুর করেছি আমি নিজে ও মুবাশ্বির আহমেদ তান্না।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শাকিল রাজ ও হুমায়রা মৌ। পরিচালানা করেছেন মনজু আহমেদ, এডিটর ফারহান আহমেদ রাফাত ও এডি : রুম্মান আব্দুল্লাহ।
শিল্পী বলেন,আশাকরি গানটি সবার ভালো লাগবে।