কৃতিত্বপূর্ণ ফলাফলে নিউইয়র্ক সিটির আল নূর স্কুল থেকে গ্র্যাজুয়েশন করলো সন্দ্বীপের মেয়ে জেরিন

    0
    167

    করো তান্ডের মধ্যেই স্বা্যবিধি মেনে নিউইয়র্ক সিটির বিিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হলো।তারই অংশ হিসেবে ব্রুকলীনে আল নূর স্কুল থেকে পঞ্চম গ্রেডে বিশেষ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করলো জেরিন সোবাহ তালুকদার।

    ২ জুলাই বৃহস্পতিবার এ গ্র্যাজুয়েশনে সার্টিফিকেট বিতরণের পর ফটো সেশন ছিল সংক্ষিপ্ত কর্মসূচিতে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি , নিউইয়র্ক আয়ামীলীগ সহ সভাপতি এবং আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক দানবীর,সন্দ্বীপ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আবদুল কাদের মিয়া ও মনজুরুন্নেসা দম্পতির েষ্ঠ কন্যা জেরিনের সুন্দর ভবিষ্যতের জন্যে সকলের দোয়া চাওয়া হয়েছে।

    প্রসঙ্গত: উল্লেখ্য যে, এই সিটির অধিকাংশ পাবলিক স্কুলের গ্র্যাজুয়েশন হয়েছে ভার্চুয়ালে মে মাসের শেষ সপ্তাহে অথবা জুন মাসে। পরবর্তী ক্লাসে উত্তীর্ণদের ছবি পাবলিক স্কুলের সামনের ফেঞ্ ঝুলিয়ে রাখা হয়। এটাই ছিল শান্তনা ছাত্র-ছাত্রী এবং তার অভিভাবকদের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অদৃশ্য শক্তির ন আক্রমণের ঘটনা খুব কমই ঘটায় স্কুল-ভার্সিটির গ্য্যাজুয়েশন একেবারে ঝুলে যায়নি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here