কিছু দিন আগের ঘটনা। জার্মানির বার্লিনে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের ‘বেওয়াচ’ ছবির প্রচারণায় সেখানে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ছিলেন বার্লিনে।
এই সুবাদে মোদির সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা। কিন্তু তার পরনের পোশাক নিয়েই শুরু হয় বিতর্ক। ছোট পোশাক পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করায় বিতর্কের মুখে পড়েন প্রিয়াঙ্কা। এ নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি তিনি। কিন্তু বিতর্কের জেরে মায়ের সঙ্গে ছোট পোশাক পরে তোলা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেছিলেন, সময় ছিল না। প্রিয়াঙ্কাকে তখনই হলিউড ছবির প্রচারে বের হতে হয়েছে। এজন্য বাধ্য হয়ে ছোট পোশাকেই মোদির সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা।
যাকে নিয়ে এত সমস্যা সেই মোদি কী বললেন? মোদির ঘণিষ্ঠরা জানিয়েছে, বার্লিনে সাক্ষাতের সময় প্রিয়াঙ্কার পরনের খাটো পোশাক নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কোনো মাথাব্যথা ছিল না।