করোনা ভাইরাসের কারণে আঁটকে থাকা ২৩০ বাংলাদেশী পর্তুগালে ও সিংঙ্গাপর থেকে ২৬২ জন প্রবাসী বাংলাদেশে আসে

    0
    139

    করোনা াইরাসের কারণে বাংলাদেশে আটকে থাকা ২৩০ প্াসী বাংলাদেশি নাগরিক পর্তুগাল ়েছে। ন্যদিকে ঢাকা থেকে সিঙ্গাপুরে ২৬২ জন প্রবাসী গিয়েছেন বলে জানা গেছে।

    বৃহস্পতিবার ( ২৫জুন) প্রথম প্রহরে (রাত ২টা ৫ মিনিটে) পর্তুগালগামী প্রবাসীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল াতিক বিমান ত্যাগ করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।

    www.traveltrolleybd.com
    www.traveltrolleybd.com

    তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইট ২৩০ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে পর্তুগালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা দ থাকায় তারা ফ্লাই করতে পেরেছেন। এছাড়া বাংলাদেশ বিমানও যাত্রীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন। একই সাথে িল এভিয়েশনও বিমানবন্দরে স্বাস্থ্য বিষয়ক বিষয়টি দেখছে। ে যাত্রীদের ভ্রমণে কোন ধরনের গাফিলতির সুযোগ নেই।

    এর আগে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ে ২৬২ বাংলাদেশি। আর সকালে বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে প্যারিসে যান ২৪৬ প্রবাসী যাত্রী।

    ২১জুন বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ থেকে লন্ডন যান ১৮৭ যাত্রী। করোনার জন্য গত ২১ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট বন্ধ হয়। তবে চাটার্ড ফ্লাইট চালু ছিলো। অপরদিকে ১৬জুন থেকে ্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here