বাংলাদেশ থেকে হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন তারা চাইলে টাকা তুলে নিতে পারবেন।

    0
    152

    বৈশ্বিক করোা মহামারিতে এ বছর সৌদি আরব নিজ দেশ ছাড়া অন্য কোনো দেশের ণকে হজের অনুমতি দিচ্ছে না। ফলে যারা শ থেকে হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন তারা চালে টাকা তুলে নিতে পারবেন। ধর্চিব মো. নূল ইসলাম আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

    সচিব বলেন,৬৫ হাজার মানুষ এবার হজের জন্য নিবন্ধন করেছেন। তারা চাইলে ব্যাংক থেকে তাদের টাকা তুলে নিতে পারবেন। টাকা ফেরত নিয়ে কোনো হয়রানির হবে না।

    তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় টাকা উত্তোলনে ো সমস্যা যাতে না হয় সে বিষয়ে ষভাবে নজর রাখবে। কেউ যেতে না চাইলে টাকা ফেরত পাবেন। হজে যেতে ইচ্ছুক যাত্রীদের ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত আছে। এতে কোনো ভয়

    প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের বিপরীতে মোট ৬৪ হাজার ৫৯৪ জন নিবন্ধন করেছিলেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here