করোনার নমুনা পরীক্ষা শুরু করেছে চট্টগ্রামের বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড।

    0
    128

    করো নমুনা পরীা শুরু করেছে চট্টগ্রামের বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড।

    www.traveltrolleybd.com
    www.traveltrolleybd.com

    শেভরনের ব্র্যান্ডিং ম্যানোর শাফায়াত ধ্রুব বলেন, ের নমুনা পরীক্ষার জন্য নগরের হালিশহরে বায়ো সেফটি ল্যাব তৈরি করেছে শেভরন। এছাড়া নমুনা সংগ্রহের জন্য নগরের জিইসি কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে। আগ্রহীরা চাইলে লাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন। অথবা যে কেউ জিইজি কনভেনশন সেন্টারে ে রেজিস্ট্রেশন করে নমুনা দিতে পারেন।

    তিনি আরও বলেন, প্রতিদিনের নমুনার রিপোর্ট প্রতিদিনই সরবরাহ করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।

    উল্্য, গত সোমবার (১৮ মে) সরকারের অধিদফতর থেকে মতি দেওয়া হয়েছে ্ঠানটিকে। প্রতিটি পরীক্ষার জন্য সরকার নির্ধারিত মূল্য সাড়ে ৩ হাজার টাকা দিতে হবে রোগীকে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here