করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন চট্টগ্রামের তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সামশুল আলম।

    0
    96

    করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন চট্টগ্রামের বৃহৎ ব্যবসায়ী সমিতি তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সামশুল লম।

    মঙ্গার (১৬ জুন) রে নগরের বেসরকারি সার্জিস্কোপ ালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্ায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি … রাজিউন)।

    বিষয়টি নিশ্চিত করেন তামাকুমন্ডি লেন বণিক সমিতির সাংগঠনিক মো. মোজাম্মেল হক।

    তবে চট্টগ্রামের এই শীর্ষ ব্যবসায়ী নেতা ায় আক্রান্ত িলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
    তার মৃত্যুতে নগরের রিয়াজউদ্দিন বাজারসহ ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
    শামসুল আলম সাতকানিয়া উপজেলার অধিী। তিনি ই মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।
    তার মৃত্যুতে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here