আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত।

    0
    146

    আত্ম্যা কলেন বলিউের নতুন প্রন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। রবিবার য়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত লাশ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তি

    রবিবার দুপুরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে গৃহপরিচারিকা পুলিশকে খবর দেন বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। সুশান্ত সিং রাজপুত মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে অভিনয় করেন। এছাড়াও পিকে ব্যোমকেশের মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র অভিনয় করেছেন বলিউডের এই তারকা। কাই পো , শুদ্ধ দেশি রোমান্স, কেদারনাথ, ছিছোঁরে -র মতো সুপারহিট েমায় অভিনয় করেছেন।

    এদিকে মাত্র ক’দিন পূর্বেই সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিআন বহুতল থেকে লািয়ে ত্যা করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here