আজ থেকে খুলছে দেশের অন্যতম বৃহৎ বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিংমল

Date:

Share post:

সরকারি ির্দেশনা োতাবেক ই মাসেরও বেশি সময় ্ধ থাকার আজ শুক্রবার থেকে খুলছে দেশের অন্যতম বৃহৎ বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিংমল। সকাল থেকেই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে শপিংমলে। সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়েছে শপিংমলের সবগুলো প্রবেশদ্বার।
শপিংমলের ইনচার্জ ও ঊর্ধ্বতন াহী পরিচালক (হিসাব ও অর্থ) শেখ আব্দুল আলীম বলেন, শুক্রবার থেকে শপিংমলটি খুলে দেওয়া হয়েছে। এখানে আসা সবার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। হ্যান্ স্যানিটাইজারসহ ওয়াশিং বে ও ডিজইনফেকসনাল টানেল বসানো হয়েছে। প্রবেশের আগে সবার শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে। দেশের মানুষের কাছে এটা খুবই জনপ্রিয় একটি শপিংমল। এখান থেকে গ্রাহকেরা আস্থা ও স্বাচ্ছন্দের সঙ্গে কেনাকাটা করতে পারেন। আমরা অনুরোধ করবো যেন সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে েটে আসেন। যেমন- মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে আসেন।
এদিকে শপিংমল খুলে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। শপিংমলের মোবাইল হ্যান্ডসেট শপ সুমাশটেক এর কর্ণধার আবু সাদ পিয়াস বলেন, শপিংমল খুলে দেওয়ায় আমাদের স্বস্তি এসেছে। এতোদিন ব্যবসায়িক কার্যক্রম একেবারেই বন্ধ ছিল। আশা করছি, এখন আবার সবকিছু স্বাভাবিক হবে। এ সিদ্ধান্তের জন্য আমরা বসুন্ধরা গ্রুপ ও শপিংমলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
এদিন সকাল থেকেই শপিংমলে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের প্রবেশ করতে দেখা যায়। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানার বিভিন্ন ব্যবস্থা থাকায় স্বস্তি প্রকাশ করেন গ্রাহকেরাও।
শপিংমলে আসা মাহবুবুর রহমান নামে এক দর্শনার্থী বলেন, অনেকদিন তো কোনো শপিংমলে যাওয়া হলো না। কিন্তু বাসাবাড়ির অনেক জিনিসপত্র তো কিনতে হয়। আর সবসময়ই আমরা এ শপিংমল থেকে কেনাকাটা করি। ঈদের আগে কিছু শপিংমল খুললেও সেগুলো ছোট হওয়ায় যাইনি, কারণ সেখানে অল্পতেই ভিড় হয়ে যায়। এ শপিংমল খুবই বড় তাই শারীরিক দূরত্ব মেনে শপিং করা যাবে আশা করি। স্বাস্থ্যবিধি মানার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। মার্কেটে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য বেসিন বসানো হয়েছে। সেখানে স্যানিটাইজারও আছে। আশা রাখছি, নিরাপদেই শপিং করতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...

ইরানের ওপর আবারও আঘাত হানল যুক্তরাষ্ট্র!

টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ...