মৌলানা কুতুবউদ্দিনের করোনা রিপোর্ট পজিটিভ

Date:

Share post:

নগরীর দেওয়ানহাট য় অবস্থিত বায়তুশ শরফের পীর ও বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন মারা গেছেন।তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তার নমুনা পরীক্ষায় করোনাভারাস সংক্রমণ ধরা পড়েছিল।

আজ বুধবার (২০ মে) বিকাল ৫টার দিকে ার আনোয়ার খান মার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মাওলানা কুতুব উদ্দিন ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যানও ছিলেন।

প্রয়াতের ছেলে মো. সালাউদ্দিন বেলাল জানান, হৃদরোগ ও শরীরে সোডিয়াম কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন। গত বুধবার জ্বরসহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়লে মাওলানা কুতুব উদ্দিনকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করানো হয়। পরে িক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় রাতে।

চট্টগ্রামে চিকিৎসাধীন থাকা অবস্থায় মাওলানা কুতুব উদ্দিনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল।

চট্টগ্রাম লা সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে করা নমুনা পরীক্ষায় উনার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে আমাদের জানানো হয়েছে।”

চট্টগ্রাম নগর পুলিশের ষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, “আমরা প্রতিবেদন পেয়েছি উনার কোভিড-১৯ পজিটিভ ছিল। তিনি যেখানে যেখানে গিয়েছিলেন সেসব জায়গার খোঁজ নিচ্ছি আমরা।”

পীরের ছেলে সালাউদ্দিন জানান, তার বাবার জানাজা হবে বৃহস্পতিবার বাদ জোহর বায়তুশ শরফ প্রাঙ্গণে। তারপর সেখানকার কবরস্থানে দাফন করা হবে।

বায়তুশ শরফের পীর হিসেবে চট্টগ্রামসহ সারাদেশে মাওলানা কুতুব উদ্দিনের অসংখ্য ভক্ত রয়েছে।

পুলিশ কর্মকর্তা ওয়ারিশ বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষকেও বলা হয়েছে, পীর সাহেবের দাফন যাতে করোনাভাইরাস আক্রান্ত মৃত র দাফনের প্রটোকল অনুযায়ী যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে করা হয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পুনর্জন্ম নেবেন, উত্তরসূরি শনাক্ত করবে ট্রাস্ট, জানালেন দালাই লামা

তিব্বতি বৌদ্ধদের নেতা চতুর্দশ দালাই লামা বলেছেন, তিনি পুনর্জন্ম নেবেন এবং তার স্থাপিত অলাভজনক সংস্থারই কেবল তার উত্তরসূরি...

বিতর্কিত মন্তব্য: সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি চাকরিচ্যুত

ফেসবুকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী...

মধ্যপ্রাচ্যে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে, আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। “আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার...

মৃত্যুর মুখেও পালায়নি ফিলিস্তিনিরা, কিন্তু পালাচ্ছে ইহুদিরা

গাজার ফিলিস্তিনিরা ২০ মাসের অবরোধ, স্থানচ্যুতি ও গণহত্যার পরও যেভাবে নিজেদের ভূমিতে টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি দেখাচ্ছেন, সে...