হোটেল সাফিনার পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরন

    0
    270

    হোটেল সাফিনার ব্বস্থাপনায় ুর্যোগকালীন সময়ে ষষ্ঠ দাপে ের নিম্ন য়ের গরীব ও দুঃস্থতের মাঝে খাবার বিতরণ করেেন হোটেল সাফিনার সম্মানিত চেয়ারম্যান মোঃ সগীর সাহেবের কনিষ্ঠ পুত্র মোঃ শিহাব সাগীর।হোটেল সাফিনার পক্ষ থেকে প্রতিদিন প্রায় ২০০০ মানুষকে খাা দিচ্ছে।

    ধারাবাহিকতায় ষষ্ঠ দিনে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর সাহা,ট্রিস্ট পুলিশের অতিরিক্ত ডি.আই.জি জনাব মোসলেম উদ্দিন,ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিওন এর এসপি জনাব আপেল মাহমদু,ডাঃ মহিউদ্দিন ুম,এনায়েত বাজার পুলিশ ফাড়ীর মৃনাল কান্তি মজুমদার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুর্তজা মেহেদী,এমডি মিজান,গোলাম সৌরব রিয়াদ,জামাল প্রমুখ।
    এসময় শিহাব সাগীর বলেন’ হতাশ না হওয়ার সর্বোত্তম উপায় হল উঠে কিছু করা। আপনার কাছে ভাল জিনিস হওয়ার জন্য অপেক্ষা করবেন না। আপনি যদি বাইরে যান এবং কিছু ভাল জিনিস ঘটে থাকেন তবে আপনি বিশ্বকে আশা দিয়ে পূর্ণ করবেন, আপনি নিজেকে আশায় পূর্ণ করবেন।
    “মানবতার জয় হউক”

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here