পৃথিবীর অসুখ

    0
    135

    কতদিন কালে টিপ পরা হয়না
    চুলে উঠেনা চিরুনি
    ফিশ একুরিয়ামে মাের লুকোচুরি খেলা,
    যেতে পথে আর দেখিনা
    কেমন আছো তুমি আমার শহর?
    আমার প্রেসক্লাব আর
    চেরাগীর ড়?

    বুকের ভেতরটা হুহু করে কাঁদছে
    তোমাদের দেখতে শুধু এক নজর
    প্রাণোচ্ছল শিল্পকলা আর বাতিঘরের আড্ডা
    হাতছানি দিয়ে ডেকে ক্ষান্ত
    কেউ তাাতে দিচ্ছে না সাড়া
    মোহিনী শহরটা আজ ভুতুড়ে রী
    কাঁদছে বুকে চেপে একাকীত্ব

    অামার চারপাশ এখন অনেক ছোট
    জানলার ীলে থুতনি চেপে আকাশ দেখা
    আর পাখিদের উড়াউড়ি
    এই শহরে এত্তো পাখি আছে জানতাম না,
    করোনা না এলে
    কাঁদছি আমরা
    কাঁদছে পৃথিবী
    এইভাবে গৃহবন্দি আর কতদিন
    সভ্যতার যাঁতাকলে
    উচ্ছ্বল জীবনের ব্যস্ত
    পৃথিবীটা থেমে গেল
    কি এক মিথ্যে অভিশপ্ত যাদুর বলে

    তবু আশায় দিন যায় দেখো,
    একদিন আবার আমরা স এক হবো
    মাথার ছাউনি আকাশটার
    একমাত্র হ্যাজাক লাইটটা
    পূর্ণতায় ভরে োর বন্যা বইয়ে দেবে
    হাজারো হ্যারিের আলো
    আকাশে মিট মিট করে জ্বলবে
    আলমারিতে তোলা যে শাড়ীটার
    গন্ধ শুঁকি রোজ
    সেদিন সেই শাড়িটা পড়ে
    শামিল হবো জনতার
    বলো তো কেমন হবে??

    জানি অনেক দীর্ঘ হয়
    অপেক্ষার প্রহর
    তবু অপেক্ষায় আছি নতুন ভোরের
    দেখবো জেগে উঠা শহর
    চোখে চেপে জল আর হাহাকার
    চেপে বুকে
    বিশ্বাস এই পৃথিবী জেগে উঠবে অাবার
    ভুগবে না অার কোন অসুখে
    লেখাঃ-পুরবী দাশ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here