মান্নাত পুরো নাম এঞ্জেলিনা জ্যাস মান্নাত সৃষ্টি একাধারে একজন অভিনেত্রী,মডেল,কন্ঠশিল্পী ও উপস্থাপিকা।
সম্প্রতি তিনি রবিন ইসলামের সুরে কোলকাতার একটি গানে কন্ঠ দিয়েছে। গানটিতে মান্নাত সৃষ্টির সঙ্গে কন্ঠ দিয়েছেন পার্থ চক্রবর্তী। গানের নাম ‘একটু একটু করে’।গানটির রেকর্ডিং হয়েছে কোলকাতায় এবং শুটিং হয়েছে বাংলাদেশে।সামনে তিনি বেশ কিছু নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন।
আলোচনায় উপস্থাপিকা মান্নাত।
Date:
Share post: