তাপসের আসনে মনোনয়ন পাচ্ছেন সাকিব আল হাসান

Date:

Share post:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একবছরের মাথায় পদত্যাগ ও মৃত্যুজনিত কারণে শূন্য হয়েছে পাঁচটি আসন। শূন্য হওয়া সংসদীয় আসনগুলোতে মার্চের তৃতীয় সপ্তাহে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন এই উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই দলের ওপর মহলে জোড় তদবির শুরু করেছেন।

শূন্য হওয়া আসনগুলো হলো— যশোর-৬ (কেশবপুর), বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা), বাগেরহাট-৪, গাইবান্ধা-৩ ও ঢাকা-১০। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার জন্য শেখ ফজলে নূর তাপস ঢাকা ১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। বাকি চারটি আসনই শূন্য হয় মৃত্যুজনিত কারণে।

শূন্য হওয়া আসনগুলোর সংসদ সদস্যরা সবাই ছিলেন আওয়ামী লীগের। এসব আসনে যোগ্য ও দলীয় রাজনীতিতে পরীক্ষিতদেরই মনোনয়ন দেবে দলটি। শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বিধান থাকলেও এই পাঁচটি আসনের উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত জারি করেনি কোনো নির্দেশনা।

এ দিকে শোনা যাচ্ছে, ঢাকা দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে পারেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সাকিব ছাড়াও এই আসনে বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তির নাম আলোচনায় রয়েছে।

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে সাকিব আল হাসানের পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপস, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নাম আলোচনায় আনছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, এ আসনে প্রার্থী মনোনয়নে চমক থাকবে। এ হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বা সাকিব আল হাসানকে দেখা যেতে পারে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল ঢাকা-১০ আসনের উপনির্বাচন নিয়ে। তিনি দৈনিক অধিকারকে বলেন, আসন্ন উপনির্বাচন ঢাকা-১০ আসনে চমক আসবে। তবে চমকটা কে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গেল নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে সাকিব নিজ জেলা মাগুরা থেকে মনোনয়ন নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন নেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...