ফেসবুকে ল্যাপটপের ছবি সংযুক্ত করে দেওয়া একটি স্ট্যাটাস দেখে চোর শনাক্ত

Date:

Share post:

চট্টগ্রাম নগরীতে টি স্কুল থেকে ল্যাপটপ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনার পর ফেসবুকে ল্যাপটপের ছবি সংযুক্ত করে দেওয়া একটি স্ট্যাটাস দেখে চোর শনাক্ত করা হয় এবং পরে তাকেসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মৃণাল কান্তি মজুমদার।
গ্রেফতার তিনজন হল-জাকির হো(৩১),নাহিয়ান উল হক খান(২৭)এবং মজিবুর রহমান(৩৫)।

ওসি মহসিন
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মহসীন , জাকির হোসেনকে বুধবার (৫ ফেব্য়ারি) বিকেলে নগরীর আউটার স্টেডিয়াম এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার তথ্য অনুযায়ী নাহিয়ানকে নগরীর নূর আহমদ সড়কে নাসিমন ভবনের পেছন থেকে এবং মজিবুরকে জুবিলি রোডের সিডিএ ্কেটে তার দোকান থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি রাতে নগরীর কোতোয়ালী থানার লাভ লেইনে সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল থেকে একটি ল্যাপটপ,একটি প্রজেক্টর ও একটি নোটপ্যাড চুরি হয়। এই ঘটনায় প্রধান বদরুন নেছা বাদি হয়ে মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা মৃণাল(এস আইন)
কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মৃণাল কান্তি মজুমদার সময় নিউজকে বলেন, জাকিরের ঐ স্কুলের পেছনে। তার বাবা বাবুর্চি। সে ও মাঝে মাঝে বাবুর্চির কাজ করে। নাহিয়ান তার বন্ধু। দুজন মিলে আউটার স্টেডিয়াম এলাকায় মাদক সেবন করে। আর জুবিলি রোডের সিডিএ মার্কেটের দোকানি মজিবুর নাহিয়ানের ঘনিষ্ঠ।

‘চুরির ঘটনায় জড়িতদের বিষয়ে প্রথমে আমরা একপ্রকার অন্ধকারেই ছিলাম। খোঁজখবর নেওয়ার একপর্যায়ে জানতে পারলাম, স্কুলের পেছনের বাসিন্দা এক যুবক ফেসবুকে একটি ল্যাপটপের ছবি আপলোড করেছে, তবে স্ট্যাটাসে কিছু লেখা নেই। শুধু নিজের ছবি আর ল্যাপটপের ছবি। ফেসবুক থেকে সেই স্ট্যাটাসের স্ক্রিণশট নিয়ে দেখলাম, সেটি এবং চুরি যাওয়া ল্যাপটপ দুটোই লেনোভো মডেলের। এরপর আমরা তাকে শনাক্ত করি এবং স্থান নিশ্চিত হয়ে আটক করি।

এস আই মৃণাল আরো বলেন, জাকির চুরি করা ল্যাপটপ, প্রজেক্টর ও নোটপ্যাড বিক্রির জন্য দেয় নাহিয়ানকে। নাহিয়ান দেয় মজিবুরকে। এর আগেও একাধিকবার চুরির পর একইভাবে তারা মালামাল বিক্রি করেছে বলে জাকির ও নাহিয়ান জানিয়েছে।

মজিবুরের দোকান থেকে চোরাই ল্যাপটপ, নোটপ্যাড ও প্রজেক্টর উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার...

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম...

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...