লেডি বয় যে এত থৈ থৈ সুন্দরী কে জানতো!

Date:

Share post:

স্বামী-স্ত্রী দু’জই আমার খুব কাের বন্ু ।

একদিন বউার খুব মন খারাপ, একা একাই কষ্ট পাচ্ছে কাউ কিছু বলতে পারে না।
জামাইটারও মন খারাপ, সেও কিছু বলতে পারে না।
চেহারা দেখার মতো অবস্থা না, কান্না কান্না অবস্থা ।

বউ বলা শুরু করলো, আমাদের এত বছরের বিবাহিত জীবনে মানুষটার এমন অবস্থা দেখিনি।
খেতে দিলে খেতে চায় না, সারাক্ষণ কি যেনো ভাবে।
রাতদিন কম্পিউটার এর দিকে তাকিয়ে থাকে ।

আমি বুঝি ও নিশ্চয়ই কারও প্রেমে পড়েছে।
এই কথাগুলো
বলার সময় বউটার গলা এমনভাবে কাঁপছিলো যেনো যুদ্ধের মাঠে গুলি খাওয়া কোন সৈনিক।
আমি জামাইকে জিজ্ঞেস করি ঘটনা কি?
যাহা বলিবো সত্য বলিবো কায়দায় বলে, ফেসবুকে এক নজর কাড়া সুন্দরীর ফ্রেন্ড রিকুয়েস্ট আসে, তার সাথেই আমার কথোপকথন চলতে থাকে, মাসের পর মাস।
এত সুন্দরী ফরেনার মেয়ে, আমি আমাকে ভুলে গেলাম। আমার পুরো জগতটাই ঐ মেয়ে করে ফেলেছে ।

আমরা দেখা করবো ঠিক হয়।
ভিসা র্ট রেডি।
তাতা থৈ থৈ সুন্দরী বলে রওয়ানা দেওয়ার আগে একবার িও কলে আসে।
সব গুছিয়ে ভিডিও কলে বসি।
আমি অস্থির, আমি আমাকেও ভুলতে বসেছি ।
ভিডিও কলে ঐ থৈ থৈ সুন্দরী যা দেো, তাতে অচেতন হয়ে চেয়ার থেকে পড়ে গেলাম।
বউ এর ডাকে যখন হুশ আসলো,
প্রথমেই টিকেট টা ছিঁড়ে কুচি কুচি করি।
লেডি বয় যে এত থৈ থৈ সুন্দরী কে জানতো।
কথা শেষে আমরা তিনজনই হাসতে হাসতে থৈ থৈ।
লেখাঃদেবী গাফফার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ফিলিস্তিনের গাজায় বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলে লড়াই চলাকালে সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোমার আঘাতে একটি ইসরায়েলি সাঁজোয়া যানে আগুন...

ইসরায়েলের হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীর...

‘বিজ্ঞানী হত্যা করে ইরানের পরমাণু কর্মসূচি ঠেকিয়ে রাখা সম্ভব নয়’

ইরানের পরমাণু কর্মসূচিতে যুক্ত অন্তত ১৪ জন শীর্ষ বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল—এমন দাবি করেছেন ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত...

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। সেই সাথে দলটি তাদের পুরনো...