লেডি বয় যে এত থৈ থৈ সুন্দরী কে জানতো!

Date:

Share post:

স্বামী-স্ত্রী দু’জনই ার খুব কাছের বন্ু ।

একদিন বউটার খুব মন খারাপ, একা একাই কষ্ট পাচ্ছে কাউকে কিছু বতে ে না।
জামাইটারও মন খারাপ, সেও কিছু তে পারে না।
চেহারা দেখার মতো স্থা না, কান্না কান্না অবস্থা ।

বউ বলা শুরু করলো, আমাদের এত বছরের বিবাহিত জীবনে মানুষটার এমন অবস্থা দেখিনি।
খেতে দিলে খেতে চায় না, সারাণ কি যেনো ভাবে।
রাতদিন কম্পিউটার এর দিকে তাকিয়ে থাকে ।

আমি বুঝি ও নিশ্চয়ই কারও প্রেমে পড়েছে।
এই কথাগুলো
বলার য় বউটার গলা এমনভাবে কাঁপছিলো যেনো যুদ্ধের মাঠে গুলি খাওয়া কোন সৈনিক।
আমি জামাইকে জিজ্ঞেস করি ঘটনা কি?
যাহা বলিবো সত্য বলিবো কায়দায় বলে, ফেসবুকে এক নজর কাড়া সুন্দরীর ফ্রেন্ড রিকুয়েস্ট আসে, তার সাথেই আমার কথোপকথন চলতে থাকে, মাসের পর মাস।
এত সুন্দরী ফরেনার মেয়ে, আমি আমাকে ভুলে গেলাম। আমার পুরো জগতটাই ঐ মেয়ে দখল করে ফেলেছে ।

আমরা দেখা করবো ঠিক হয়।
ভিসা পাসপোর্ট রেডি।
তাতা থৈ থৈ সুন্দরী বলে রওয়ানা দেওয়ার আগে একবার ভিডিও ে আসে।
সব গুছিয়ে ভিডিও কলে বসি।
আমি অস্থির, আমি আমাকেও ভুলতে বসেছি ।
ভিডিও কলে ঐ থৈ থৈ সুন্দরী যা দেখালো, তাতে অচেতন হয়ে চেয়ার থেকে পড়ে গেলাম।
বউ এর ডাকে যখন হুশ আসলো,
প্রথমেই েট টা ছিঁড়ে কুচি কুচি করি।
লেডি বয় যে এত থৈ থৈ সুন্দরী কে জানতো।
কথা শেষে আমরা তিনজনই হাসতে হাসতে থৈ থৈ।
লেখাঃদেবী গাফফার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...