কনডমের বিজ্ঞাপনে আলোচিত মডেল সানাই।

Date:

Share post:

ভার্চ্যুয়াল জগতে আলোচিত নাম সানা মাহবুব সুপ্রভা। কাজ করেছেন চলচ্চিত্রেও। গানের ভিডিওতে তাঁর স্থিতি চোখে পড়ার মতো। এবার কনডমের ের মডেল হলেন সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রী । কনডমের নাম ‘Seduction level up’ । াপনটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ (জন)। ্রতি ঢাকার বনানীর বিভিন্ন লোকেনে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে জানিয়ছেন সানাই। বিজ্ঞাপনে সানাইর বিপরীতে মডেল ছিলেন নয়ন আহমেদ।

কনডমের বিজ্ঞাপনে মডেল হা নিয়ে সানাই বলেন, ‘Seduction level up’ কনডমের বিজ্ঞাপনটি গত ২২ অক্টোবর শুটিং শেষ হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সুখী দাম্পত্য জীবন গড়তে বিজ্ঞাপনটি ভুমিকা রাখবে।

সানাই আরও বলেন, এইটি আমার প্রথম বিজ্ঞাপন। আমি ভীষন আনন্দিত নতুন এই বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়ে। গল্প নির্ভর এই বিজ্ঞাপনটি খুব শিগগিরই ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে।

কনডমের বিজ্ঞাপন করে সমালোচিত হবেন কিনা জানতে চাইলে সানাই বলেন, আজকাল আমি যা কিছুই করি তাতেই সমালোচনার স্বীকার হতে হয়। তবে এ বিজ্ঞাপন নিয়ে কে কি বললো তাতে আমায় কিছু যায় এসে না। তাছাড়া যেহেতু এটি একটি সামাজিক গণ সতনতা মূলক পণ্যের বিজ্ঞাপন সেহেতু আমার ধারনা সবার কাছে আমি প্রশংসিত হব। আর এমনিতেই আমি আমার নির মতো করে সব কাজ গুছিয়ে করেছি। পরে কি হবে সেটা ভেবেই কাজ করি।

সানাই বেশকিছেু গানের ভিডিওতে কাজ করেছেন। এরপর যুক্ত হন চলচ্চিত্রে। ‘ময়নার ইতিকথা’ ছবির কাজ শেষ করেছেন, আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হন জায়েদ খানের বিপরীতে। গাজী মাহবুব পরিচালিত ‘ভালোবাসা ২৪.৭’ নামের এই ছবির মহরত হলেও এখনো শুটিং শু হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির পর নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত

ডেস্ক নিউজ সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে...

গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা

গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৭০ জনের লাশ আনা হয়েছে। একই সময়ে ৩৩২ জন আহত ব্যক্তি...

পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নীরব: টেলিগ্রাফ

মার্কিন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমানঘাঁটিসহ...