সংলাপে রাষ্ট্রপতির ডাক পাচ্ছে না জামায়াত

Date:

Share post:

নতুন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপের সুযোগ চেয়ে চিঠি দিয়েও সাড়া পাচ্ছে না জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে ডাকছে না বঙ্গভবন। রাষ্ট্রপতি কার্যালয়ের বিশ্বস্ত সূত্র সময় নিউজকে এ তথ্য জানিয়েছে।
গত ১৯ ডিসেম্বর সোমবার জামায়াতের আমির মকবুল আহমাদ সংলাপের সুযোগ চেয়ে রাষ্ট্রপতিকে একটি চিঠি দেন। ওই চিঠি বঙ্গভবনে গ্রহণ করা হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান , তারা ১৯ ডিসেম্বরই জামায়াতের চিঠি পেয়েছেন। তবে জামায়াতকে ডাকা বা না ডাকার বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
১৯ ডিসেম্বর সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম বলেন, ‘রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন দলের আমির মকবুল আহমাদ। ওই চিঠিতে মকবুল আহমাদ বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নির্ধারণের লক্ষ্যে রাষ্ট্রের অভিভাবক হিসেবে আপনি সংলাপের যে মহান উদ্যোগ নিয়েছেন, জামায়াত তাকে স্বাগত জানায়। একইসঙ্গে আন্তরিকভাবে সফলতাও কামনা করে।’
জামায়াতের আমির মকবুল আহমাদ বলেন, ‘জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন স্থগিতের বিষয়টি বিচারাধীন আছে। স্বাভাবিকভাবেই জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে সংলাপে অংশ নেওয়ার অধিকার জামায়াতের রয়েছে। দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় সংলাপকে অর্থবহ করে তোলার জন্য উক্ত সংলাপে জামায়াতের অংশ নেওয়ার সুযোগ থাকা বাঞ্ছনীয়।’

গত ১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শুরু হয় ১৮ ডিসেম্বর রবিবার। ২০ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর (বুধবার) এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। ২৬ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) (ইনু) সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

এরপর ২৭ ডিসেম্বর বিকালে ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিএনএফ ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জেপি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি তরিকত ফেডারেশন ও বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বঙ্গভবন থেকে।
বঙ্গভবনের একটি সূত্র জানায় নিবন্ধন না থাকায় জামায়াতকে ডাকবেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কার্যালয়ের এক কর্মকর্তা সময় নিউজকে , রেজিস্ট্রেশন না থাকায় জামায়াতকে ডাকার চিন্তা-ভাবনা নেই। একই কারণে এই চিঠি আমলে নেওয়ারও কিছু নেই। এই কর্মকর্তা মনে করেন, রেজিস্ট্রেশন না থাকায় জামায়াত নিয়ে মন্তব্য করার সুযোগও অনেক কম।
বঙ্গভবনের চিঠি উত্তর না পাওয়া প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার প্রভাবশালী এক সদস্যের সঙ্গে কথা হয় সময় নিউজের । তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সব দলকেই সংলাপের জন্য ডেকেছেন। আমরা বিষয়টি তাকে মনে করিয়ে দিয়েছি। তিনি হয়তো ভুলে থাকতে পারেন। পাশাপাশি আমাদের ডাকা নিয়ে সরকারের অবস্থানও পরিষ্কার হয়ে গেল।’

পেশায় প্রকৌশলী এই নেতা আরও যোগ করেন, ‘তারা রাজনৈতিকভাবে দেওলিয়াত্ববরণ করলো কিনা, এটিও এখন প্রকাশি হয়ে গেলো। বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে জামায়াত। ২০১৪ সালের সংসদ ছাড়া বাকি সংসদে প্রতিনিধিত্ব করেছে। এখন আমাদের না ডাকা তাদের জন্য নেতিবাচক।’
গত ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট দায়ের তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান দলটির প্রেসিডিয়ামের সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন ব্যক্তি। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। রায়ের পর নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন স্থগিত করে রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...