জেলা পরিষদ নির্বাচনে বিরোধপূর্ণ জেলাগুলোয় যাচ্ছে আ.লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

আসন্ন কেন্দ্র করে বিভিন্ন লায় প্রার্থীদের প্রতি দলীয় সমর্থন নিয়ে তৈরি হয়েছে বিরোধ। আর সেই বিরোধ নিষ্পত্তিতেই মাঠে নামতে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গড়া প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলগুলো প্রতিটি জেলায় সৃষ্ট গ্রুপগুলোকে নিয়ে কাজ করে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবেন।
রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে এক বৈঠকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন বিরোধপূর্ণ জেলায় এই প্রতিনিধি দলগুলো পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন জেলায় সফরে যাবেন, এমন কয়েকজন কেন্দ্রীয় নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (২৬ ডিসেম্বর) থেকেই বিভিন্ন জেলায় যেতে শুরু করবে প্রতিনিধি দল। কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত এমন টি প্রতিনিধি দল সফর শুরু করছেন আজ। ম ধাপে আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছেন মানিকগঞ্জে। জামালপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক অম কুমার উকিলের নেতৃত্বাধীন দল। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিবুল হাসান চৌধুরী ও খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল যাচ্ছে যথাক্রমে নরসিংদী ও পাবনাতে।

 

মী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন জেলায় চেয়ারম্যান ও ন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে তৈরি হয়েছে বিরোধ। ্বত্য তিন জেলার বাইরে ৬১টি জেলায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এর মধ্যে ২১টি জেলাতেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন চেয়ারম্যান। বাকি ৪০টি জেলার মধ্যে ২০টির মতো জেলায় রয়েছে বিরোধ।

দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত না হলেও প্রতিটি জেলাতে একজন করে প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হচ্ছে। কিন্তু বিরোধপূর্ণ জেলার অনেকগুলোতেই আওয়ামী লীগ করেন, এমন একাধিক ব্যক্তি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ার অনেক জেলাতে কেন্দ্রের পক্ষ থেকে কোনও একজন প্রার্থীকে সমর্থন দেওয়া হলেও তার পক্ষে কাজ করছেন না মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। কিছু কিছু জেলাতে দলীয়ভাবে সমর্থন দেওয়া প্রার্থীর বিরুদ্ধেও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করছেন বলে অভিযোগ এসেছে কেন্দ্রতে। এরই প্রেক্ষিতে দল থেকে সমর্থন দেওয়া প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনের আগেই পর্যায়ক্রমে বিরোধপূর্ণ প্রতিটি জেলাতেই কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল সফর করবেন। তাদের মূল লক্ষ্য হবে মাঠ পর্যায়ে তৈরি হওয়া গ্রুপগুলোর সঙ্গে আলোচনা করে বিরোধ নিষ্পত্তি করার মাধ্যমে দলীয় সমর্থিত প্রার্থীকে বিজয়ী করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ গমনে বাধা, যা বলছেন আন্দালিব পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার...

পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে অতিরঞ্জিত ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে এবার...

সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প, শুরু হলো শীর্ষ বৈঠক

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময় বিকেলে সৌদির রাজধানী...

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ...