নায়িকার সঙ্গে মহেশ ভাটের ঘনিষ্ঠ ছবি ভাইরাল!

Date:

Share post:

‘হ্যাপি বার্থডে টু মাই বুড্ডা। স্যার, এটাই আমরা। আপনি আমাকে ভালোবাসায় জড়িয়ে খেছেন। আপনি আমাকে দেখিয়েছেন ভালোবাসা কাকে বলে। আপনি আমার ডানা খুলে দিয়েছেন। আপনি সেই হৃদয় উদ্বেল অগ্নিশিখা, যা প্রতিটি আত্মাকে উজ্জীবিত করতে পারে। আই লাভ ইউ।’ সম্প্রতি চিত্রপরিচালক মহেশ ভাটকে তাঁর ৭০তম জন্মদিনে শুচ্ছা জানিয়ে লিখেছেন চিত্রনায়িকা রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তার সঙ্গে পরিচালক আর তাঁর ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ্যমে আসার পরই তা নিয়ে সমালোচনা শুরু হয়। েকেই নানা নেতিবাচক মন্তব্য করে ছবিটি শেয়ার করেছেন। পরিচালক হলেও মহেশ ভাটের স্বভাব আর তাঁর চরিত্র নিয়ে এর আগে অনেক লেখা হয়েছে। তবে এসব লেখাকে মোটেও গুরুত্ব দেননি তিনি।

মহেশ ভাটের নতুন ছবি ‘জালেবি’তে অভিনয় করেছেন কলকাতার বাঙালি পরিবারের মেয়ে রিয়া চক্রবর্তী। এরই মধ্যে ছবিটির টিজার এসেছে। সেখান থেকে একটি ছবি ভাইরালও হয়েছে। তাতে দেখা গেছে, প্রেমিক-প্রেমিকা। একজন ট্রেনে, অন্যজন বাইরে। এত ব্যবধানের পরও একজন অপরজনের সঙ্গে চুম্বনে লিপ্ত হলেন াশ্যে, যা দেখে হতবাক ট্রেনের যাত্রীরা। আগামী ১২ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। তাতে অভিনয় করেছেন রিয়া চক্রবর্তী, বরুণ মিত্র, দিগঙ্গনা সূর্যবংশী।

রিয়া চক্রবর্তী এমটিভি ইন্ডিয়ার ‘টিন ডিভা’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। এরপর তিনি এমটিভি ইন্ডিয়ার ‘পেপসি এমটিভি ওয়াসআপ’, ‘গন ইন সিক্সটি সেকেন্ডস’ ও ‘টিকট্যাক কলেজ বিট’ অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেন। ২০১২ সালে তিনি প্রথম অভিনয় করেন তেলেগু ছবি ‘টুনিগা টুনিগা’তে। এরপর ছয়টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন—‘মেরে ড্যাড কি মারুতি’ (২০১৩), ‘সোনালি কেবল’ (২০১৪), ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘দোবারা: সি ইয়োর এভিল’ ও ‘ব্যাংক চোর’ (২০১৭)। সর্বশেষ অভিনয় করেছেন ‘জালেবি’ ছবিতে।

রিয়া চক্রবর্তীর বয়স ২৬। মহেশ ভাট আর তাঁর বয়সের ব্যবধান ৪৪ বছর। কয়েক দিন আগে প্রখ্যাত সংগীতী অনুপ জালোটার সঙ্গে তাঁর শিষ্য জশলিন মাথারুর সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সমালোচনা হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, নিজের অবস্থানকে ব্যবহার করে অনুপ জালোটা বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন। অনুপ জালোটা ও জশলিন মাথারু এখন অংশ নিচ্ছেন কালারস টিভিতে শুরু হওয়া িত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ। জশলিন মাথারুর বয়স ২৮। পাঞ্জাবের মেয়ে। অনুপ জালোটার কাছে গান শিখতেন। এর মাঝেই প্রেম। তিন বছর ধরে তাঁরা একসঙ্গেই আছেন। অনুপ জালোটা আর জশলিন মাথারুর বয়সের পার্থক্য ৩৭ বছর!

কয়েক দিন ধরে মহেশ ভাট আর অনুপ জালোটাকে জড়িয়ে নানা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব সমালোচনাকে মোটেই পাত্তা দিচ্ছেন না রিয়া চক্রবর্তী কিংবা জশলিন মাথারু। তাঁরা মাঝে মাঝেই সমালোচকদের সমালোচনা করে মন্তব্য করছেন।

এদিকে, অন্য নায়িকার সঙ্গে বাবা মহেশ ভাটকে নিয়ে যখন নানা সমালোচনা হচ্ছে, তখন তা নিয়ে কোনো মন্তব্য করেননি দুই মেয়ে উড তারকা পূজা ভাট আর আলিয়া ভাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...

ট্রাম্প-মোদির বৈঠকে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক সময় ডেস্ক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন,ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...