‘দেবী’তে অনুপমের গান

Date:

Share post:

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্ার পাওয়া গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী পম রায় প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করেছেন। চলচ্চিত্রের নাম ‘দেবী’। ‘দু মুঠো বিকেল’ শিরোনামের এই গানের কথা লিখেছেন তিনি নিজেই। ‘ক্রমশ এ গল্ আরও পাতা জুড়ে নিচ্ছি/ দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি/ আরও কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি/ আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি/ এ ছেলেষি তুলি দিয়ে আঁকছি’—গানটির প্রথম কয়েকটি লাইন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এবং তাতে কণ্ঠ দিয়েছেন অনুপম রায়। পর্দায় এই গানের দৃশ্যায়নে দেখা যাবে ‘দেবী’ চলচ্চিত্রের রানু (জয়া আহসান) আর আনিসকে (অনিমেষ আইচ)।

এক ভিডিও বার্তায় অনুপম রায় বলেন, ‘ আমার খুব প্রিয় লেখকদের একজন। তাঁর উপন্যাস অবলম্বনে ‘দেবী’ নির্মিত হয়েছে। স্বাভাবিকভাবেই আমার আগ্রহ রয়েছে এই চলচ্চিত্রের প্রতি। পাশাপাশি এ ছবির প্রযোজক জয়া আহসান আমার ু। জয়া যখন আমাকে এই চলচ্চিত্রের জন্য একটি গান করার অনুরোধ জানায়, আমি তখনই রাজি হয়ে যাই। আমি যে আমার সিদ্ধান্তে ভুল করিনি, তা এই গানের দৃশ্যায়ন আর ছবির টিজার দেখেই বুঝতে পেরেছি। “দেবী” নিয়ে সবার যেমন আগ্রহ আছে, আমারও সমান আগ্রহ রয়েছে। আমি নিশ্চিত “দেবী” ভিন্ন ধারার একটি ছবি হবে।’

জানা গেছে, অনম ্বাস পরিচালিত, ারি পাওয়া এবং জয়া আহসানের ‘সি তে সিনেমা’ প্রযোজনা সংস্থা প্রযোজিত ‘দেবী’র এই গানটি আগামীকাল সোমবার বেলা ১১টায় পরিবেশনা ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি ফেসবুকে জয়া আহসানের ভ্যারিফাইড ফ্যান পেজ এবং ‘দেবী-মিসির আলি প্রথমবার’ পেজ থেকেও দেখা যাবে গানটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ফেনীতে এসআই ক্লোজড

ফেনীর পরশুরামে অভিযোগকারীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরশুরাম মডেল থানার...

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক অভিযানে চাঁদাবাজি করার সময় তাকে হাতেনাতে...

‘মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি’ হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে”...

কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই)...