রোনালদো হেরে গেলেন বেনজেমার কাছে

Date:

Share post:

লা লিগায় ৩২টি আলাদা দলের বিপক্ষে গোল কছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাল লেগানেসের জালে গোল করে রোনালদোকে টপকে গেলেন করিম বেনজেমা।

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকতে দলটির সমর্থকদের কাছে একটি স্বীকৃত ধারণা ছিল, রোনালদোকে গোলের বল বাে দেওয়াই করিম বেনজমার কাজ; কিংবা প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্স্ত রাখবেন বেনজেমা আর সেই সুযোগে গোল করবেন রোনালদো। দিন বদলেছে। পর্তুগিজ তারকা রিয়াল ছাড়তেই যেন দিন বদলেছে বেনজেমারও।

তা নয় তো কী? গত মৌসুমের কথাই ধরুন। রোনালদো তখনো রিয়ালে। যে বেনজেমা গত মৌসুমে ৩১ লিগ ম্যাচে করেছিলেন ৫ গোল, সেই খেলোয়াড়ই এবার রোনালদোর অনুপস্থিতিতে ৩ ম্যাচে করেছেন ৪ গোল। লিগে রিয়াে রোনালদোর অভাবটা যে তিনি এখনো বুঝতে দেননি, সে কথা বলাই বাহুল্য। কাল লেগানেসের জালেও গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। তাতে বেনজেমা অন্তত একটি জায়গায় টপকে গেলেন রোনালদোকে।

লা লিগায় এ নিয়ে ৩৩টি আলাদা দলের বিপক্ষে গোল করলেন বেনজেমা। রিয়ালে থাকতে লা লিগার ৩৩টি দলের বিপক্ষে খেলেছেন রোনালদো। এর মধ্যে গোল করেছেন ৩২ দলের বিপক্ষে। শুধু লেগানেসের বিপক্ষেই গোল করতে পারেননি। আর বেনজেমা কাল সেই লেগানেসের বিপক্ষেই ৪৮ মিনিটে গোল করে টপকে গেলেন তাঁর সাবেক ক্লাব সতীর্থকে। জিরোনা ও লেগানেসের বিপক্ষে টানা দুই ম্যাচে গোল করে রোনালদোকে পেছনে ফেললেন বেনজেমা।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, লা লিগায় তাহলে সর্বোচ্চ কতগুলো দলের বিপক্ষে গোলের রেকর্ড আছে এবং সেই রেকর্ডটি কার? কে ! লিওনেল মেসি। স্পেনের শীর্ষস্থানীয় এই লিগে ৩৬টি আলাদা দলের বিপক্ষে গোলের রেকর্ডটা এখনো মেসির দখলে। ৩৫টি দলের বিপক্ষে গোল করে গ্মভাবে দ্বিতীয় রিয়ালের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস ও অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আরতিজ ুরিজ। বার্সার সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড হুলিও সালিনাস ৩৪টি দলের বিপক্ষে গোল করেছেন। ৩৩টি দলের বিপক্ষে গোল করে যুগ্মভাবে চতুর্থ বেনজেমা, হুগো সানচেজ ও রাউল তাদো।

লেগানেসকে কাল ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। টানা তিন জয়ে টপকে গেছে বার্োনাকে। আজ রাত সাড়ে ১০টায় উয়েস্কার মুখোমুখি হবে বার্সেলোনা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...