হ্যাটট্রিকে খাতা খুললেন আগুয়েরো

Date:

Share post:

ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ তিহাদে নামেই িপক্ষের জাল খুঁজে পাচ্ছেন সার্জিও আগুয়েরো। আজকের আগে সর্বশেষ আট লিগ ে করেছিলেন ১৩ গোল। এর মধ্যে হ্যাটট্রিক দুটি—যেখানে লেষ্টার সিটির বিপক্ষে ম্যাচে একাই করেছিলেন চার গোল। আর আজ হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে সেই আগুয়েরোই এবার লিগে গোলের খাতা খুললেন হ্যাটট্রিক করে। আর্জেন্টাইন স্ট্রাইকারের দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে সিটিও ৬-১ গোলে বিধ্বস্ত করেছে হাডার্সফিল্ডকে।

গত মৌসুমে শিরোপা জয়ের পথে ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি সিটি। পেপ গার্দিওলার শিষ্যরা এবার যেন ঠিক সেখান থেকেই শুরু করেছে। আর্সেনালকে হারিয়ে এবার লিগে শুভসূচনা করা সিটির ঘরের মাঠে এটাই ছিল প্রথম ম্যাচ। ম্যাচের প্রথম ২৪ মিনিট পর্যন্ত াগতিকদের গোল উৎসব করা থেকে বিরত রাখতে পেরেছে ৪৫ বছর বিরতি দিয়ে গত বছর প্রিমিয়ার লিগে উঠে আসা হাডার্সফিল্ড। কিন্তু এরপর সিটির ্রমণভাগের সামনে তাঁদের রক্ষণ ভেঙে পড়েছে র বাঁধের মতো।

দুর্দান্ত এক পাস থেকে ২৫ মিনিটে গোলের খাতা খোলেন আগুয়েরো। এরপর ১০ মিনিটের ব্যবধানে আগুয়েরো আর গ্যাব্রিয়েল জেসুসের কাছ থেকে আরও দুটি গোল পেয়ে যায়। প্রতিপক্ষের ভুলের সদ্ব্যবহার করে দ্বিতীয় গোলটি তুলে নেন আগুয়েরো। ৩-১ গোল ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দলটি। বিরতির দুই মিনিট আগে হাডার্সফিল্ডের হয়ে একমাত্র গোলটি স্টানকোভিচের। বিরতির পর বেনজামিন মেন্দির ক্রস থেকে দারুণ ফ্লিকে হ্যাটট্রিক তুলে নেন আগুয়েরো। এই অর্ধে একটি করে গোল সিটির ডেভিড সিলভা ও হাডার্সফিল্ডের টেরেনস কঙ্গোলোর (আত্মঘাতী)।

লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিক তুলে এবার দারুণ কিছুর ইঙ্গিতই দিলেন আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে তাঁর হ্যাটট্রিকসংখ্যা ৯টি। লিগটির ইতিহাসে সর্বোচ্চসংখ্যক হ্যাটট্রিকের রেকর্ড গড়া অ্যালান শিয়েরারকে ধরতে আর দুটি হ্যাটট্রিক করতে হবে ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারকে। আগুয়েরো আপাতত তালিকাটির দুইয়ে। এ ছাড়া ব্রিটেনের লোয়াড়দের মধ্যে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যেও দুইয়ে উঠে এলেন আগুয়েরো। ১৭৫ গোল নিয়ে শীর্ষে আর্সেনালের ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। ১৪৫ গোল নিয়ে দ্বিতীয় আগুয়েরো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...