বিশ্বকাপ ২০১৮: নেইমারও কি মেসি-রোনাল্ডোর মতো আগাম ফ্লাইট ধরবেন?

Date:

Share post:

সামারা অ্যারেনাতে অনুশীলন করছেন নেইমার, জুলাই ১ ছবিিরাই Buda Mendes
Image caption সামারা অ্যারেনাতে অনুশীলন করছেন মার

ের জগতে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর তারকা খ্যাতির তালিকায় যিনি আসেন তিনি ব্রাজিলের নেইমার। এ নিয়ে খুব বেশি বিতর্ক নেই।

বিশ্বকাপ থেকে ার দুই কিংবদন্তি মেসি এবং রোনাল্ডোর বিদায়ের পর, সোমবার আরেক তারকার ভাগ্যে কী ঘটে তা নিয়ে কেউই নিশ্চিত হতে পারছে না।

তাকেও কি আগাম ফ্লাইট ধরতে হতে পারে?

ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা বলেছেন, প্যারি সঁ জার্মেইনের (ফরাসী ক্লাব) সতীর্থ এমবাপে (ফ্রান্স) এবং কাভানির (উরুগুয়ে) মত নেইমারও আজ (সোমবার) জ্বলে উঠবেন। নেইমার, থিয়াগো, এমবাপে এবং কাভানি- এরা সবাই পিএসজি ক্লাবে খেলেন।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে থিয়াগো সিলভা বলেন, “তারাই (এমবাপে এবং কাভানি) শনিবার নিজ নিজ দলের বিজয়ের পেছনে মূল শক্তি ছিলেন।”

“(শনিবার) ফ্রান্স এবং উরুগুয়ের ম্যাগুলো দেখার পর আমার একটা কথাই মনে হয়েছে, আমাদের ম্যাচেও নেইমারও তার পিএসজি সতীর্থদের পথে হাঁটবেন।”

ব্রাজিলের কোচ টিটেও নেইমারের ব্যাপারে খুবই আশাবাদী এবং কোচ মনে করেন, নেইমার এখন আবার তার সেরা ফর্ম ফিরে পেয়েছেন।

টিটে বলেন, “সার্বিয়ার বিরুদ্ধে সেই খুবই ভালো খেলেছে…যে কৌশল অনুসরণ করতে আমি তাকে বলেছিলাম, সে তা করতে পেরেছিলো, ফুল ব্যাককে সাপোর্ট করেছে, বল নিয়ে ড্রিবল করে দৌড়েছে, গোল পাওয়ার চেষ্টা করেছে।”

ছবির কপিরাইট Hector Vivas
Image caption মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও আশা করেন ফুটবলের স্বার্থে রেফারি নেইমারের ওপর নজর রাখবেন

মেক্সিকো শিবিরে নেইমার-আতঙ্ক কতটা?

মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও বিশ্বাস করনে মণাত্মক ফুটবল দিয়ে তারা সোমবার ব্রাজিলকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে যাবেন। তিনি বলেন, “ব্রাজিল খুব ভালো দল, কিন্তু আমরা বসে বসে তাদের খেলা দেখবো না।”

ডাই হিসাবে দুর্নাম রয়েছে নেইমারের।

সে কারণে, নেইমারের ওপর নজরদারির জন্য তিনি কি সোমবার রেফারির (ইটালির জিয়ানলুকা রচ্চি) সাহায্য কামনা করেন?

উত্তরে মেক্সিকোর কোচ বলেন, – “ফুটবলের স্বার্থে, ন্যায্যতার স্বার্থে ম্যাি ভালোভাবে পরিচালিত হবে বলে আমি আশা করি।”

ব্রাজিল-মেক্সিকোর লড়াইয়ের ইতিহাস

কোনো বিশ্বকাপ টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্রাজিল মেক্সিকোর কাছে হারেনি।

কিন্তু সাম্িক সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে মেক্সিকো এগিয়ে।

ব্রাজিলের সাথে তাদের শেষ ১৫টি ম্যাচের সাতটিতে জিতেছে মেক্সিকো। পাঁচটি জিতেছে ব্রাজিল। দুটি ড্র হয়েছে ।

সেই ধারাবাহিকতার পুনরাবৃত্তি যদি হয়, তাহলে জার্মানি, আর্জেন্টিনা, এবং স্পেনের মত আরো একটি অঘটন সোমবার ঘটতেই পারে।

আরও পড়ুন:

খেলার আগে পুতিনের ফোনই কি রাশিয়ার সাফল্যের রহস্য?

এক বাসায় ১১ জনের লাশ: কারণ ‘রহস্যময় রীতি’ পালন!

Source from: http://www.bbc.com/bengali/news-44683315

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্রে প্রধান আসামি চিন্ময়

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে...

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই)...

আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব...

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৩৪

ভারতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয়...