সুস্থ হয়ে দীর্ঘদিন পর আবারও সঙ্গীতে ফিরলেন শাহনাজ রহমান স্বীকৃতি।

Date:

Share post:

সুস্থ হয়ে দীর্ঘদি পর বারও ে ফিরলেন শাহনাজ রহমান স্বীকৃি।কলকাতার খ্যাতিমান শিল্পী রূপঙ্কর বাগচী ও আকাশ সেন’র সাথে গাইলেন। বাড়তি পাওয়া হিসেবে ছিল ফিল্ প্লে-ব্যাক

গত ১১ই জুন মাত্র এক দিনের নোটিশে স্বীকৃতি ঢাকা থেকে কলকাতায় যান।অনেক দিনের ইচ্ছে ছিল প্রিয়শিল্পী রূপঙ্কর বাগচী’র সাথে গাইবার বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানান স্বীকৃতি।শারীরিক অসু্স্থথায় সঙ্গীতে দীর্ঘদিন অনুপস্থিত থাকা স্বীকৃতি আরও জানান,একটি গানের কাজ শেষ হতে না হতেই ছোট ভাই রবিন অন্য একটি গানে কন্ঠ দেওয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে খুশিতে প্রায় আত্মহারা। আমি সত্যি কেঁদে ফেলেছিলাম সেই সময়। সেটা ছিল একটি ফিল্মের গানে কন্ঠ দেওয়া।আকাশ সেনের সাথে সেটাও হলো।

রূপঙ্কর বাগচী তার সাথে গাওয়া গানটি ্কে বলেন,একথায় অসাধারণ। গানের কথা ও সুরের মাঝে অনেক নতুনত্ব আছে। যা োতাদের কাছে শ্যই ভালো লাগবে। অন্যদিকে রূপঙ্কর সাথে গাওয়া গানটি প্রসঙ্গে স্বীকৃতি বলেন, আমারও মনে হয়েছে আমি খুব ভালো একটা গান পেয়েছি। সুস্থ হবার পর এটাই আমার উল্লেখযোগ্য কাজ। এমন কাজের সুযাগ করে দেওয়ার জন্য ছোট ভাই রবিন লামের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে আশা করছি, সবার কাছে আমাদের এই গানটি অনেক ভালো লাগবে।

রবিন ইসলামের কথা ও সুরে কলকাতার ফিউশনপ্রো স্টুডিওতে গানগুলোর রের্কোডিং শেষ হয়েছে। রূপঙ্কর বাগচী’র সাথে স্বীকৃতির গাওয়া গানটি মূলত একটি মিক্সড অ্যালবামের জন্য করা। রূপঙ্কর বাগচী ও শাহনাজ রহমান স্বীকৃতি ছাড়াও আরও রয়েছেন কুমার শানু, অনুপম রায়, আকাশ সেন, তামান্না জেসমিন ও মিলি। পরবর্তীতে গানগুলো মিউজিক ভিডিওসহ দর্শক-শ্রোতাতের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সেতু ভেঙে নদীতে পড়ে গেল যানবাহন, নিহত ১০

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি সেতু ভেঙে নদীতে পড়ে গেছে বেশ কয়েকটি যানবাহন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত...

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ঘটনাস্থলে মিলেছে মানবদেহের অংশ

ভারতের রাজস্থানে দেশটির বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে রাজ্যের চুরু...

নোয়াখালীতে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা

অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নোয়াখালীতে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।  বুধবার...

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতায় শঙ্কিত ভারত!

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শঙ্কিত করে তুলছে ভারতকে। এমনই আভাস মিলেছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান...