বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে নেইমারের ব্রাজিলের।

Date:

Share post:

বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে নেইমারের ব্রাজিলের। ‘ই’ গ্রুপের ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্। সবার আগে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল, আছে দুর্দান্ত ফর্মে। ইনজুরি কাটিয়ে নেইমার ফিরে পেয়েছে ছন্দ। রোস্তভ অন ডনে ম্যাচটি শুরু হবে লাদেশ সময় রাত ১২টায়।

৮ জুলাই ২০১৪। নিজেদের মাঠে র বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল। হেক্সা প্নে োর সেলেসাওরা। কিন্তু বেলো হরিজন্তে ব্রাজিলিয়ানদের কাছে হয়ে আছে ট্র্যাজেডি। ৭-১ গোলে হেরে যায় স্বাগতিকরা। সেই ম্যাচ যেন এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিল কে।

ইনজুরির কারণে অভিষপ্ত সেই ম্যাচে খেলেননি নেইমার। একই কারণে এবারো বিশ্বকাপে খেলা ে শংকা থাকলেও, নেইমার ফিরেছেন স্বরুপে। ব্রাজিল ফুটবলের রাজপুত্র এখন যেন আরও শানিত। রাশিয়া পা রাখার আগে খেলা দুটি প্রীতি ম্যাচেই পেয়েছেন গোল, তার খেলা চোখ জুড়িয়েছে সবার। দুই জয়ে প্রস্তুতি পর্বটাও হাসি মুখেই শেষ করেছে ব্রাজিল।

গেলো বিশ্বকাপের তুলনায় এবারের ব্রাজিল দলে নেইমার নির্ভরতা কিছুটা কমেছে। দলে আছে জেসুস, কৌতিনিয়ো, ফিরমিনোদের মত তারকা। সবাই আছেন ছন্দে। তবে সুইসদের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল, তা এরই ম্যে ফাস হয়েছে গণমাধ্যমে। কোচ তিতের পছন্দ ৪-৩-৩ ফরমেশন। এই কৌশলেই ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলে সফলতা পেয়েছে সেলেসাওরা। গুঞ্জন অস্ট্রিয়ার বিপক্ষে খেলা একাদশ নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। পোস্ অ্যালিসন, রক্ষণে দানিলো, থিয়াগো, মিরান্ডা ও মার্সেলো। মিডফিল্ডে ক্যাসেমিরো, পাওলিনহো ও কৌতিনিয়ো। আর উইলিয়ান, নেইমার ও গ্যাব্রিয়েল জেসুসদের নিয়ে সেলেসাওদের অ্যাটাকিং ট্রিও।

অন্যদিকে বিশ্বকাপে সুইজারল্যান্ডের বড় কোনো সফলতা নেই। এবারো ফেবাদের তালিকায় কেউই তাদের রাখেনি। কিন্তু চমক দিতে পারে সুইসরা। অন্তত র‌্যাঙ্কিং যদি বিবেচনায় নেয়া হয়, তবে যে কোনো দলেরই সমীহ আদায় করে নিবে তারা। ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পেন, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের চেয়েও এগিয়ে তারা। আছে ৬ নম্বরে। দলে নেই তারকা সমারোহ। কিন্তু গেলো তিন মাসে পানামা, গ্রিস, জাপানের বিপক্ষে জয়ে প্রস্তুতিটা ভালোই হয়েছে তাদের।

মুখোমুখি তিন দেখায় এখন পর্যন্ত দু’দলের একটি করে জয়। আর ১৯৫০ বিশ্বকাপের ম্যাচটি হয়েছিলো ড্র। এবার দু’দলের সামনে সুযোগ এসেছে এগিয়ে যাবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সেতু ভেঙে নদীতে পড়ে গেল যানবাহন, নিহত ১০

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি সেতু ভেঙে নদীতে পড়ে গেছে বেশ কয়েকটি যানবাহন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত...

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ঘটনাস্থলে মিলেছে মানবদেহের অংশ

ভারতের রাজস্থানে দেশটির বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে রাজ্যের চুরু...

নোয়াখালীতে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা

অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নোয়াখালীতে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।  বুধবার...

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতায় শঙ্কিত ভারত!

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শঙ্কিত করে তুলছে ভারতকে। এমনই আভাস মিলেছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান...