ভাল মানুষের গল্পবলি'(প্রসঙ্গ ওসি জসিম ভাই) “অসত্যের কাছে কভু নাহি নত হবে শীর,ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর”।

Date:

Share post:

প্রিয়ভাই,প্রিয়মুখ,প্রিয়জন মিশুক হাস্যজ্বল সৎ পরোপকারী সাহসী নির্ভীক আমার শ্রদ্ধেয় বড়ভাই জনাব জসীম উদ্দিন ভাই,পরিচয়ের সুবাধে হাই হ্যালো দেখা সাক্ষাৎ চলাফেরা আড্ডা সবকিছু গড়ে উঠেছিল, থানায় তেমন একটা যায় না আমি কিন্তু জসিম ভাইয়ের সাথে পরিচয় হবার পর থেকে তার কথা বার্তার ধরন,কাজকর্ম, মানব সেবা আচার ব্যবহার দেখে মুগ্ধ হতাম,দিন দিন মনে হয় আসক্ত হয়ে পড়ছিলাম জসিম ভাইয়ের ভালবাসার প্রতি,আমাকে খুব স্নেহ করতো নিজের ভাইয়ের মত,কয়েক দিন কাজে ব্যস্ততা থাকলে যখন যাওয়া হত না,ভাই কল করে জেনে নিতো কি খবর কেমন আছো, কেন আসো না কি হল,শুনে অবাক হতাম আমি নিজেই খুব বেশিই অনুভব করতাম মিস করতাম কেন গেলাম না ভাইয়ের সাথে দেখা করতে,মনে হত যেন ভালবাসার সেতুবন্ধন,অনন্তকাল ,কোন তদবির নিয়ে যেতাম না, ভালবেসে মন থেকে যেতাম দেখা করতাম বসতাম,কিছু ঘটনা নিজ চোখে দেখা,থানায় যে কেহ আসলে সবাই উনার রুমে অনুমতি ছাড়া ডুকতে পারতো যখন তখন অর্থাৎ সকাল থেকে গভীর রাত পর্যান্ত সবসময় থানায় ডিউটি পালন করতেন,গরীব দুস্থ অসহায় মানুষদের প্রতি ছিল বেশ টান দূর্বলতা, যখন দেখবে তখন আর্থিক ভাবে সাহয্য করবে,একদিন দেখলাম এক মহিলার (গরীব) মোবাইল ছিনতাই হল,কান্নাকাটি করে থানায় আসলো সোজা ওসি জসিম ভাইয়ের রুমে, গিয়ে বলে স্যার আমার মোবাইল ছিনতাই হল আমার কোন টাকা নেই কিভাবে আমি মোবাইল টা কিনবো,জসিম ভাই বলে মোবাইলের দাম কত ছিল, বলে স্যার ২৫০০ টাকা,আমি কাজ করে খাই,জসিম ভাই আমরা কিছু না বুঝার আগেই সম্ভবত ৪০০০টাকা দিয়ে দিলেন বলেন আর একটা ভাল মোবাইল নেন আমি দিচ্ছি,মহিলা হতবাক আমি মামলা করতে আসলাম আপনি আমাকে মোবাইল কিনে দিচ্ছেন,মহিলা টা কান্নাকাটি করে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলো অনেক খুশী হল,জসিম ভাই বলে মোবাইল উদ্ধার করতে সময় যদি লাগে আপনার কষ্ট হবে ভেবে আমি দিলাম,মহিলাটা বলে আমি আমার এই মোবাইল দিয়ে কথা বলি আমার ছেলের সাথে ও চাকুরী করে চায়ের দোকানে অন্যজেলায়,আমার কি খুশী লাগে স্যার আমি বলে বুঝাতে পারবো না,সততা মহত্ত্ব পরোপকারী,এই রকম ঘটনা অনেক দেখলাম সরজমিন।পারিবারিক কিছু সমস্যার কারনে যে কেহ মামলা করতে আসলে তিনি মামলা না নিয়ে তাদেরকে কাউন্সিলিং করতো বুঝাতো, বুঝিয়ে যথাসাধ্য মিলিয়ে দিতেন,বলতেন তাদের কে ডেকে বুঝিয়ে দিতো ঠান্ডা মাথায় যেভাবে বুঝাতে হয় ঠিক সেভাবে,জসিম ভাইয়ের আর একটা গুণ হল মানুষের মনকে বুঝতে পারতো এবং সমস্যার সামাধান দিয়ে দিতো সময় ক্ষেপণ করতেন না,তিনি বলতেন জীবন টা খুব ছোট,এগুলা করে কোন লাভ নেই,মিলেমিশে বসবাস করো সম্মানবোধ শ্রদ্ধাবোধ থাকলে সবসম্ভব,মানুষকে ভাল কাজ করতে পরমর্শ দেন।
আমাদের সংগঠনের মাধ্যমে কিছু মহৎ কাজ করে থাকি,যেমন অসহায় হত দরিদ্র পথ শিশু এতিমদের সৌজন্যে ইফতারি রাতের খাবার ঈদবস্ত্র সামগ্রী বিতরন,শীতের সময়ে কম্বল বিতরন,কৃতি শিক্ষার্থী দের মাঝে পুরুস্কার সব কাজে তিনি তার সাহয্যের হাত বাড়িয়ে দিতেন আর্থিক ভাবে,শারীরিক ভাবে,অনুষ্টান কিভাবে সফল করবো সেটা পরমর্শ দিতেন,বেশ রুচিশীল ফ্যাশনসম্মত যুগোপযোগী।। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে কাজ করতো,অন্যায় কোন তদবিরকে পাত্তা দিত না।তার সৎ সাহস দেখে মুগ্ধা হতাম।কোতোয়ালি থানার ওসি থাকা আবস্তায় এলাকাস্থিত সব জায়গায় আইন শৃংখলা খুব ভাল ছিল,সবকিছু শক্ত হাতে দমন করতেন,কোতোয়ালী থানা আওতাধীন সকল দলের সরকারী দল বিরোধী দল সবার দলীয় কার্য্যালয় এখানে,তাই খুব সজাগ থাকতে হতো,সরকার বিরোধী কোন কর্মকান্ড রাজপথে করতে দিত না,কাউকে পরোয়া করতো না,আইন ভঙ্গ করলেই এ্যাকশনে যেতো,জঙ্গি দমনে এবং সন্ত্রাস বাদ দমনে আপোষহীন সৈনিক,তিনি চ্যালেঞ্জ হিসাবে নিতেন এবং সফল তিনি,যদি লক্ষ্য থাকে অটুক বিশ্বাস হৃদয়ে,হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে,আপনার পথচলা সুগম হোক আল্লাহ সহায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...