কয়েক মিলিয়ন অবৈধ ভোটার হিলারিকে ভোট দিয়েছেন : ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

যুক্তরাষ্্রে প্রেিডেন্ট নির্বাচনে তিন রাজ্যের টে হ্যাকিং এর অভিযোগে যখন পুনঃগণনার আবেদন জমা পড়েছে তখন কারচুপির অভিযোগ তুললেন খোদ বিজয়ী প্রার্থ ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, েক মিলিয়ন (১০ লাখে এক মিলিয়ন) ভোটার অবৈধভাবে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন। নইলে পপুলার ভোটেও তিনি জিততেন।

গত ৮ নভেম্বরের ভোটে অপ্রত্যাশিতভাবে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। ক্তরাষ্ট্রের নির্বাচনের জটিল ইলেকটোরাল ভোট পদ্ধতিতে ট্রাম্পের জয় আসলেও তার ভোট বেশি পেয়েছেন হিলারিই। সবশেষ ভোট গণনায় দেখা গেছে হিলারি ট্রাম্পের চেয়ে ২০ লাখ ভোট বেশি পেয়েছেন।

এর মধ্যে উইসকিনসন, মিশিগান ও পেনসিলভাা রাজ্যে ভোট পুনঃগণনার আবেদন জমা পড়েছে। এক শতাংশের মতো ভোট পাওয়া গ্রিন পার্টি এই আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় তহবিলও যোগাড় করেছে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন উত্তেজনা নিয়ে েছে।

এরই মধ্যে হিলারি এই আবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি এর পাশেই আছেন। আর ট্রাম্প জানিয়েছেন নিন্দা। তিনি বলেছেন, এক শতাংশেরও কম ভোট পাওয়া গ্রিন পার্টির এই আবেদন কেলেঙ্কারি ছাড়া আর কিছুই নয়। তবে গ্রিন পার্টি বলেছে, তারা নিজেদের জয় নয়, ন্যায়বিচার চাইছেন।

এর মধ্যে ীয় সময় রোববার পাল্টা কারচুপির অভিযোগ তুলে ট্রাম্প বলেছেন, ভুয়া ভোটাররা না থাকলে জনতার ভোটেও তিনি জিততেন। তার এমন প্রতিক্রিয়াকে অভাবনীয় হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রে। কারণ, সে দেশের কোনো নির্বাচিত প্রেসিডেন্ট এর আগে কখনও এই ধরনের অভিযোগ তুলেননি।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, কয়েক মিলিয়ন মানুষ অবৈধভাবে ভোট না দিলে ইলেকটোরাল কলেজের মতো জনতার ভোটেও আমি জিততাম।’

ট্রাম্প লিখেন, ‘তথাকথিত ইলেকটোরাল ভোটের তুলনায় জনতার ভোটে জয় পরাজয় নির্ধারণ হলে আমি আরও সহজেই জিততাম। সে ক্ষেত্রে আমি ১৫ রাজ্যের বদলে তিন থেকে চারটি রাজ্যে প্রচার চালাতাম। সে ক্ষেত্রে আমি আরও সহজে এবং বড় ব্যবধানে জিততাম।’

পুনঃগণনার আবেদনের নিন্দা

গুজবভিত্তিক নানা ওয়েবসাইটে ছড়ানো হয়েছিল যে পপুলার ভোটেওর হিলারিকে হারিয়েছেন ট্রাম্প। তবে ক্ষমতা হস্তান্তরের জন্য কাজ করা ট্রাম্পের ট্রানজি টিম এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

তবে ট্রাম্প পরে টুইটে বলেছেন, ‘ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়ায় ব্যাপক ভোট কারচুপি হয়েছে। মিডিয়া এসব নিয়ে কেন রিপোর্ট করছে না কেন? তারা পক্ষপাতদুষ্ট-এটা এক বড় সমস্যা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

একমাসে করোনা ও ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু

চলতি বছরের জুনে হঠাৎ করেই করোনা ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই দ্রুত বৃদ্ধি...

কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

ফাঁস হওয়া একটি ফোনালাপের ঘটনায় প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে থাই সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) থাইল্যান্ডের সাংবিধানিক...

গাজায় ত্রাণ কেন্দ্র, ক্যাফে এবং স্কুলে ইসরায়েলের হামলা, ৯৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি ক্যাফে, স্কুল ও ত্রাণ বিতরণকেন্দ্রসহ একাধিক স্থানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৯৫ জন...

কৃষককে হাতুড়িপেটায় হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে জমির উদ্দিন (৪৮) নামে এক কৃষককে হত্যার অভিযোগ...