কয়েক মিলিয়ন অবৈধ ভোটার হিলারিকে ভোট দিয়েছেন : ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে তিন রাজ্যের ভোটে হ্যাকিং এর অভিযোগে যখন পুনঃগণনার আবেদন জমা পড়েছে তখন কারচুপির অভিযোগ তুললেন খোদ বিজয়ী প্রার্থ ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কয়েক মিলিয়ন (১০ লাখে এক মিলিয়ন) ভোটার অবৈধভাবে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন। নইলে পপুলার ভোটেও তিনি জিততেন।

গত ৮ নভেম্বরের ভোটে অপ্রত্যাশিতভাবে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনের জটিল ইলেকটোরাল ভোট পদ্ধতিতে ট্রাম্পের জয় আসলেও জনতার ভোট বেশি পেয়েছেন হিলারিই। সবশেষ ভোট গণনায় দেখা গেছে হিলারি ট্রাম্পের চেয়ে ২০ লাখ ভোট বেশি পেয়েছেন।

এর মধ্যে উইসকিনসন, মিশিগান ও পেনসিলভানিয়া রাজ্যে ভোট পুনঃগণনার আবেদন জমা পড়েছে। এক শতাংশের মতো ভোট পাওয়া গ্রিন পার্টি এই আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় তহবিলও যোগাড় করেছে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন উত্তেজনা নিয়ে এসেছে।

এরই মধ্যে হিলারি এই আবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি এর পাশেই আছেন। আর ট্রাম্প জানিয়েছেন নিন্দা। তিনি বলেছেন, এক শতাংশেরও কম ভোট পাওয়া গ্রিন পার্টির এই আবেদন কেলেঙ্কারি ছাড়া আর কিছুই নয়। তবে গ্রিন পার্টি বলেছে, তারা নিজেদের জয় নয়, ন্যায়বিচার চাইছেন।

এর মধ্যে স্থানীয় সময় রোববার পাল্টা কারচুপির অভিযোগ তুলে ট্রাম্প বলেছেন, ভুয়া ভোটাররা না থাকলে জনতার ভোটেও তিনি জিততেন। তার এমন প্রতিক্রিয়াকে অভাবনীয় হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রে। কারণ, সে দেশের কোনো নির্বাচিত প্রেসিডেন্ট এর আগে কখনও এই ধরনের অভিযোগ তুলেননি।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, কয়েক মিলিয়ন মানুষ অবৈধভাবে ভোট না দিলে ইলেকটোরাল কলেজের মতো জনতার ভোটেও আমি জিততাম।’

ট্রাম্প লিখেন, ‘তথাকথিত ইলেকটোরাল ভোটের তুলনায় জনতার ভোটে জয় পরাজয় নির্ধারণ হলে আমি আরও সহজেই জিততাম। সে ক্ষেত্রে আমি ১৫ রাজ্যের বদলে তিন থেকে চারটি রাজ্যে প্রচার চালাতাম। সে ক্ষেত্রে আমি আরও সহজে এবং বড় ব্যবধানে জিততাম।’

পুনঃগণনার আবেদনের নিন্দা

গুজবভিত্তিক নানা ওয়েবসাইটে ছড়ানো হয়েছিল যে পপুলার ভোটেওর হিলারিকে হারিয়েছেন ট্রাম্প। তবে ক্ষমতা হস্তান্তরের জন্য কাজ করা ট্রাম্পের ট্রানজিশন টিম এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

তবে ট্রাম্প পরে টুইটে বলেছেন, ‘ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়ায় ব্যাপক ভোট কারচুপি হয়েছে। মিডিয়া এসব নিয়ে কেন রিপোর্ট করছে না কেন? তারা পক্ষপাতদুষ্ট-এটা এক বড় সমস্যা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...

চিত্র নায়িকা নিপুণ চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা গেছে,...