দিয়াজ মৃত্যুর ঘটনায় চবি সহকারী প্রক্টরকে অব্যাহতি

Date:

Share post:

দিয়াজ ইরফান চৌধুরীছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় অবরোধীদের দাবি মে নিয়ে মামলায় অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নোয়ার হোসেন চৌধুরীকে অব্যাহতি দো হয়েছে। এদিকে, সহকারী প্রক্টরকে অব্যাহতি দেওয়ায় অবরোধ সাময়িকভাবে স্থগিত করেছেন আন্দোলনকারীরা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ার ড. মোহাম্মদ কামরুল হুদা বলেন, ‘অবরোধকারীদের দাবি অনুযায়ী ও আমাদের প্রশাসনিক নির্দেশে আনোয়ার হোসেনকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে। এন বিশ্ববিদ্যালয়ের িস্থিতি স্বাভাবিক রয়েছে ‘

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-পতি শোভন জানান, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে অব্যাহতি দেওয়ায় অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে, ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফানের পরিবারের করা মামলায় অভিযুক্ত সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, ‘আমি অব্যাহতির বিষয়ে এখনও কিছু জানি না। তাই এ ব্যাপারে কোনও ব্য করতেও চাই না।’

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত িবেদনে বলা হয়, দিয়াজ আত্মহত্যা করেছেন। কিন্তু এ প্রতিবেদন প্রত্যাখান করে গত ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে হত্যা মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ গমনে বাধা, যা বলছেন আন্দালিব পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার...

পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে অতিরঞ্জিত ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে এবার...

সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প, শুরু হলো শীর্ষ বৈঠক

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময় বিকেলে সৌদির রাজধানী...

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ...